ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি


এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়েদেন যে ব্যারাকপুর থেকেই ভোটে লড়বেন তিনি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং।

সূত্রের খবর৷ গতকালই অর্জুনকে বোঝাতে ফোন করেছিলেন ফিরহাদ হাকিম৷ যদিও তাতে মন গলেনি অর্জুনের৷ বরং এ দিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বললেন, ‘এবার ব্যারাকপুরে পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং৷’

তবে তিনি যে শিবির বদল করছেন তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন। তার গলায় আজ নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে। অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মমতা অভিষেকের ছবি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং। আর সেখানেই উঠেছে প্রশ্ন, তবে কি ফের পদ্মপথে অভিমানী অর্জুন? নাকি লড়বেন নির্দল হয়েই নিজস্ব প্রতীকে? জিইয়ে রাখলেন জল্পনা।

যদিও অর্জুনের হুংকারের প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন আমার লড়াই অর্জুনের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে। অর্জুন পরিণত রাজনীতিবিদ আমার মনে হয় না ও বারবার দলবদল করা ভুলটা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলেপঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মালদাঃ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

বনি সেনগুপ্তকে ইডির তলববনি সেনগুপ্তকে ইডির তলব

নিয়োগ দুর্নীতি তদন্তে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে অভিনেতাকে হাজির হতে বলেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ