রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের - Ei Bangla
Ei Bangla খেলা রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের

রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের


কিছুই দিন আগে ছিলেন ভারতীয় দলের কোচ। আর সেই ভারতীয় দলকেই ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ বলে সমালোচনা করেছিলেন রবি শাস্ত্রী। সেই মন্তব্যের পাল্টা দিয়ে বুধবার কড়া সমালোচনা করলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক তাঁর প্রাক্তন কোচকে ‘বহিরাগত’ বলে দেগে দিতেও পিছু হটলেন না। পাশাপাশি এটাও বলে দিলেন, যে মন্তব্য শাস্ত্রী করেছেন, তাকে পাত্তাই দিচ্ছেন না তাঁরা।

আরো পড়ুন- দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

বুধবার রোহিত বলেছেন, “সত্যি বলতে, দুটো ম্যাচ জেতার পর বাইরের কোনও লোক যদি বলেন যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, তা হলে সেটা নেহাতই ছাইপাঁশ কথা। আমরা চারটে ম্যাচেই নিজের সেরাটা দেব, এই ভাবনা নিয়েই নেমেছি। দুটো ম্যাচ জেতার পর কেউ হারতে চায় না। এটাই সারসত্য। সাজঘরের অংশ নন যাঁরা, সেই বাইরের লোকেরাই এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেন। কারণ সাজঘরের ভেতরে কী হচ্ছে, সেটা তাঁরা জানেন না। আমরা প্রতি ম্যাচে ভাল খেলতে চাই। যদি তাতে কারও খারাপ লাগে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়, তাতে আমরা পাত্তা দিই না।”

শান্ত স্বভাবের রোহিতকে এ ভাবে রেগে যেতে খুব কমই দেখা গিয়েছে। তা-ও আবার এমন একজনের বিষয়ে তিনি কথা বলেছেন, যিনি কিছু দিন আগেও ভারতীয় দলের কোচ ছিলেন এবং দলের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা নিতেন। কেন তাঁর কথায় পাত্তা দিতে চান না, তা ব্যাখ্যা করতে গিয়ে রোহিতের সংযোজন, “রবি নিজেও কিছু দিন আগে সাজঘরের অংশ ছিলেন। উনি জানেন আমাদের মানসিকতা কোন জায়গায় থাকে।”

রোহিত আরও বলেছেন, “আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। সেটাকেও ওর অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে। ঘরের মাঠে খেললে আমরা বিপক্ষকে এক ইঞ্চিও জায়গা দিতে চাই না। বিদেশে গেলেও আমাদের মানসিকতা একই থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

জাদেজার কব্জির মোচড়ে ছিটকে গেল অস্ট্রেলিয়া, ১৭৭-এ ধ্বংস ক্যাঙারুরাজাদেজার কব্জির মোচড়ে ছিটকে গেল অস্ট্রেলিয়া, ১৭৭-এ ধ্বংস ক্যাঙারুরা

অস্ট্রেলিয়া: ১৭৭/১০ (৬৩.৫) বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল হাড্ডাহাড্ডি বর্ডার গাভাসকার সিরিজ। আর সিরিজে অস্ট্রেলিয়ার জন্য কী অপেক্ষা করে আছে, তার একঝলক দেখে ফেলল নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠ। টসে

প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ মেসির! যোগদিতে পারেন নতুন ক্লাবেপ্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ মেসির! যোগদিতে পারেন নতুন ক্লাবে

প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ হয়েছে, তাই আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। নেমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে থাকলেও মেসি নিজে খুশি হতে পারছেন

কেমন আছেন ঋষভ পন্থ? কারা নিচ্ছে চিকিৎসার সব দায়িত্ব?কেমন আছেন ঋষভ পন্থ? কারা নিচ্ছে চিকিৎসার সব দায়িত্ব?

কেমন আছেন ঋষভ পন্থ? গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালে ভর্তি তিনি। পন্থের শারীরিক অবস্থার কথা জানিয়েছে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতাল। ৩১ ডিসেম্বরের বুলেটিনে হাসপাতাল জানিয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন পন্থ। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে

ঋষভ পন্থকে কষিয়ে চড় মারবেন! অসুস্থ ক্রিকেটারকে শাসানি কপিলদেবেরঋষভ পন্থকে কষিয়ে চড় মারবেন! অসুস্থ ক্রিকেটারকে শাসানি কপিলদেবের

ডিসেম্বরের ৩০-এ ভয়াবহ দূর্ঘটনার মুখোমুখি হওয়ার পর ঋষভ পন্থ আপাতত এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জাতীয় দলের বাইরে আপাতত তিনি। ঋষভ পন্থ যাতে পরবর্তীতে এরকম কান্ড না ঘটান, সেই