দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো? - Ei Bangla
Ei Bangla লাইফস্টাইল দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?

দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?


সকাল সকাল ঘুম থেকেই উঠে দিব্যি ব্রাশ করেছেন, মুখ ভালো করে ধুয়েছেন। কিন্তু মুখ থেকে দুর্গন্ধ কিছুতেই কমে না। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে গন্ধ এলে, সে কথা মুখে মুখে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। সাধারণত দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখগহ্বরে কোনও সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে, পর্যাপ্ত জল না খেলে, দাঁতের গোড়ায় খাবারের অংশ আটকে থাকলে বা দাঁতের এনামেল নষ্ট হলেও মুখ থেকে খারাপ গন্ধ আসতে পারে। তবে শুধু তা-ই নয়, অম্বলের সমস্যা থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে।

চিকিৎসকদের মতে, যাঁরা নিয়মিত অম্বলের সমস্যায় ভোগেন, তাঁদের মুখে দুর্গন্ধ হতে পারে। যখন পাকস্থলীর অভ্যন্তরে থাকা পদার্থ, যেমন হজম না হওয়া খাবার, পিত্ত এবং হজমে সাহায্যকারী উৎসেচকগুলি খাদ্যনালিতে উঠে আসে, তখন অ্যাসিড রিফ্লাক্স ঘটে। ক্রমাগত বুকে জ্বালা হয়। মুখে টক স্বাদ ছড়িয়ে পড়ে। আর এর থেকেই মুখে দুর্গন্ধ হয়।

তাই দু’বেলা ভাল করে মুখের যত্ন নেওয়ার পরেও যদি মুখে দুর্গন্ধ হয়, তা হলে পেটের স্বাস্থ্য ঠিক আছে কি না, সে দিকেও নজর দিতে হবে। গরমের সময় এমনিতেই খাবার ঠিক মতো হজম হয় না। পেট ফুলে থাকে, গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে।

কী করলে মিলবে সুফল?

অ্যাসিড যাতে বেশি না হয়, সে জন্য সময় মতো বার বার অল্প করে খেতে হবে। তাতে পাকস্থলীতে খাবার পাচনের জন্য ক্ষরিত হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাল করে কাজ করার সময় পাবে। অ্যাসিডের সমস্যা থাকলে গরমে লেবু, মুসাম্বির মতো টক ফল না খাওয়াই ভাল। উচ্চ ফাইবারযুক্ত খাবার হজমে সাহায্য করে। বেশি তেল, ঝাল, মশলাযুক্ত খাবার কম খাওয়াই ভাল। কোষ্ঠকাঠিন্য দূর করতে শাকসব্জি, ফল বেশি করে খাবেন। পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে। দই খাওয়া হজমের পক্ষে সব সময়েই ভাল। দইয়ের মধ্যে ল্যাকটোব্যাসিলাস ব্যাক্টেরিয়া থাকে, যা হজমে সাহায্য করে। তাই হজমে যাঁদের সমস্যা, তাঁরা দুধ বাদ দিয়ে দই খেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এই ৫টি খাবার আপনার যৌন ক্ষমতা দশ গুণ বাড়িয়ে তুলবেএই ৫টি খাবার আপনার যৌন ক্ষমতা দশ গুণ বাড়িয়ে তুলবে

যৌন জীবন বিস্বাদ ? উত্তেজনাহীন ? সঙ্গীকে খুশি করতে পারেন না ? সেই নিয়ে মনে বাসা বেঁধেছে অবসাদ ? সব টেনশন ধুয়ে মুছে ফেলুন! এবার সব সমস্যার সমাধান আপনার হাতের

মাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon, বাম্পার অফার দিচ্ছে সংস্থামাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon, বাম্পার অফার দিচ্ছে সংস্থা

দেশের গাড়ির বাজারে কার্যত ঝড় তুলেছে টাটা নেক্সন (Tata Nexon)। এই মুহূর্তে বাজারে বেস্টসেলারের তকমা পেয়েছে টাটার এই গাড়িটি। যেখানে আজকাল ইলেকট্রিক গাড়ির ক্রেজ চলছে মানুষের মধ্যে সেখানে Tata Nexon

শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!

আগেকার যুগে যেমন সব জিনিসপত্র নির্ভেজাল ছিল তেমনি বর্তমান যুগে কোনো কিছুই নির্ভেজাল পাওয়া প্রায় অসম্ভব বলা চলে। হার্টের অসুখ সাধারণত হাই লিপিড, হাই ব্লাড প্রেসার, অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের

শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে ,এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না৷ আরো পড়ুন- যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার