হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি - Ei Bangla
Ei Bangla ভারত হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি

হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি


২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক মাসেই আদানি গোষ্ঠীর হাত থেকে অনেক ডিল বাতিল হয়েছে। আদানি গ্রুপের শেয়ার দর ক্রমাগত কমতে শুরু করেছে। এবার আরও একটি বড় ধাক্কার মুখে গৌতম আদানি। বিলিয়নেয়ারদের তালিকায় আদানির নাম এবার প্রথম ২৫-এর তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে একটি বড় চুক্তিও বাতিল হয়েছে আদানি গ্রুপের।

আমেরিকায় অবস্থিত হিন্ডেনবার্গ গ্রুপ আদানি সম্পর্কে আনা তার প্রতিবেদনে একাধিক বিষয় আদানি সংস্থার উপর অভিয়োগ তুলে ধরে। তারপর থেকেই আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ারে পতন দেখা যায়। কয়ক দিনের মধ্যেই কয়ক বিলিয়ন মার্কিন ডলার হারান গৌতম আদানি।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। একের পর এক গ্রুপের সব কোম্পানির শেয়ার দ্রুত পতন হতে থাকে। গৌতম আদানি, যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, তিনি এখন ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে ২৯ তম স্থানে নেমে এসেছেন। গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ৪২.৭ বিলিয়ন ডলারে।

সম্প্রতি একের পর এক চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। এবার ওরিয়েন্ট সিমেন্টের সঙ্গেও চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। রিপোর্ট অনুযায়ী, সিকে বিড়লা গ্রুপের কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট আদানি পাওয়ার মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে। দুই কোম্পানির মধ্যে এই চুক্তির জন্য আলোচনা ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়।

আদানি গ্রুপকে নিয়ে সংক্রান্ত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই বিষয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও সরকার তা অস্বীকার করেছে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। সরকার বলেছে যে জেপিসি কেবল সেই মামলাগুলি তদন্ত করতে পারে যা সরকারের সঙ্গে সম্পর্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়াকর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া

অপেক্ষার অবসান! দলের হাইকমান্ড কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সিনিয়র কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার নামই চূড়ান্ত করেছে। সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারও গতকাল দিল্লিতে দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। দুজনের

কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩

ফায়ারিং রেঞ্জে চলছিল সেনা অভ্যাস। আচমকাই কামান থেকে দাগা গোলা গিয়ে পড়ল ওই এলাকারই একটি বাড়িতে। যা ফেটে মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩। প্রত্যেকেই একই

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

মণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপিমণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপি

বিজেপি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে (N Biren Singh) তাঁর পদ থেকে অপসারণ করতে চাইছে। ইতিমধ্যে মণিপুরের জন্য নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর সন্ধানে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সহিংসতা নিয়ন্ত্রণে