হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি - Ei Bangla
Ei Bangla ভারত হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি

হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি


২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক মাসেই আদানি গোষ্ঠীর হাত থেকে অনেক ডিল বাতিল হয়েছে। আদানি গ্রুপের শেয়ার দর ক্রমাগত কমতে শুরু করেছে। এবার আরও একটি বড় ধাক্কার মুখে গৌতম আদানি। বিলিয়নেয়ারদের তালিকায় আদানির নাম এবার প্রথম ২৫-এর তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে একটি বড় চুক্তিও বাতিল হয়েছে আদানি গ্রুপের।

আমেরিকায় অবস্থিত হিন্ডেনবার্গ গ্রুপ আদানি সম্পর্কে আনা তার প্রতিবেদনে একাধিক বিষয় আদানি সংস্থার উপর অভিয়োগ তুলে ধরে। তারপর থেকেই আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ারে পতন দেখা যায়। কয়ক দিনের মধ্যেই কয়ক বিলিয়ন মার্কিন ডলার হারান গৌতম আদানি।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। একের পর এক গ্রুপের সব কোম্পানির শেয়ার দ্রুত পতন হতে থাকে। গৌতম আদানি, যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, তিনি এখন ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে ২৯ তম স্থানে নেমে এসেছেন। গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ৪২.৭ বিলিয়ন ডলারে।

সম্প্রতি একের পর এক চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। এবার ওরিয়েন্ট সিমেন্টের সঙ্গেও চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। রিপোর্ট অনুযায়ী, সিকে বিড়লা গ্রুপের কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট আদানি পাওয়ার মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে। দুই কোম্পানির মধ্যে এই চুক্তির জন্য আলোচনা ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়।

আদানি গ্রুপকে নিয়ে সংক্রান্ত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই বিষয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও সরকার তা অস্বীকার করেছে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। সরকার বলেছে যে জেপিসি কেবল সেই মামলাগুলি তদন্ত করতে পারে যা সরকারের সঙ্গে সম্পর্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রেউড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে

উড়ালপুল থেকে নীচে পড়ে ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে। শনিবার কেগাঁও-দেগাঁও বাইপাসে ঘটেছে এই ঘটনা। বন দফতর সূত্রে খবর, একই সঙ্গে আরও তিনটি কৃষ্ণসার হরিণ আহত হয়েছে। নতুন তৈরি বাইপাস

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা