রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের


রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।

পুলিস জানিয়েছে, এদিন একটি কারখানার বাইরে খাবার বণ্টন করা হচ্ছিল। সেখানে হাজির হয়েছিলেন বহু মানুষ। হঠাৎই খাবার নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। করাচি পুলিসের এক আধিকারিক মুগিস হাসমি বলেন, অনেকেই সে সময় পিছলে পাশের নর্দমায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির জেরে নর্দমার কাছে একটি প্রাচীরও ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের।

হাসমি বলেন, কারখানার মালিক খাবার বণ্টন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে তা তিনি আগে থেকে পুলিসকে জানাননি। পাকিস্তানের সিন্ধ প্রদেশেই বাড়ি বিদেশমন্ত্রী বিলাবল ভুট্ট জারদারির। সিন্ধ প্রদেশের রাজধানী করাচি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করে পাকিস্তানের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে প্রশাসন। কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। এই নিয়ে আদালতে জমা পড়েছিলে একাধিক পিটিশন। বৃহস্পতিবার অবশেষে ব্রিটিশ আমলের এই আইনটিকে বাতিল করল লাহোর হাইকোর্ট। এদিন রাষ্ট্রদ্রোহ আইনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দেন বিচারপতি শহিদ করিম।

এবিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, দেশের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বাকস্বাধীনতার স্পষ্ট উল্লেখ রয়েছে। তাই এই আইন সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিরোধীদের মুখ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট আইনের যথেচ্ছ ব্যবহার করছে ক্ষমতাসীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলামআচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলাম

ঘুমের মধ্যেই একটা জোর ঝটকা অনুভব করেছিলেন ফরহাদ। চোখ খুলতেই জানলার কাচ ভাঙার আওয়াজ কানে আসে তার। মনে হচ্ছিল, বাইরে থেকে কেউ যেন জানলা লক্ষ্য করে পাথর ছুড়ে মারছিল। চট

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহআমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ

বিশ্বকাপ জিতে দেশে বিরাট পার্টি দিলেন মেসিবিশ্বকাপ জিতে দেশে বিরাট পার্টি দিলেন মেসি

বিশ্বকাপ জেতার পর থেকে দেশেই রয়েছেন লিয়োনেল মেসি। রোসারিয়োয় নিজের জন্মের শহরে পরিবারের সঙ্গে আনন্দ করছেন। এখন প্যারিসে নিজের ক্লাবে ফেরেননি। এর মাঝেই জানা গিয়েছে, দেশে বর্ষশেষের আগে একটি বিরাট

সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতেরসিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত (India) আর পাকিস্তানের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। অবশেষে সেই চুক্তি নিয়ে এবার কড়া অবস্থান ভারতের। সেই বিষয়ে ভারত পাকিস্তানকে (Pakistan) একটি নোটিশ