দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC - Ei Bangla
Ei Bangla Uncategorized,লাইফস্টাইল দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC

দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC


বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ। বেলা বাড়ার সাথে সাথে বইছে লু। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে, কোথাও আবার ৪০ ডিগ্রির বেশি। এই অবস্থায় দুপুরে যে একটু শান্তিতে মানুষ ঘুমাবে সে উপায় নেই।যারা অর্থবান ব্যক্তি তাদের বাড়িতে এসি(AC) কিংবা কুলার রয়েছে। কিন্তু যারা টিনের ছাউনির ঘরেতে থাকে তাদের কথা একবার ভাবুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়ে। পাশাপাশি ঘরের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এমত পরিস্থিতিতে আপনি ঘর ঠান্ডা রাখতে পারেন মাত্র ২০ টাকার খরচে নিজের হাতেই বানিয়ে ফেলতে পারেন মিনি এসি(Mini AC)। এই সহজ উপায়ে আপনার ঘর কয়েক ঘন্টা জন্য বেশ ঠান্ডা থাকবে। যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে এক্সটা ২০ টাকা খরচ করারও প্রয়োজন নেই।

(১)ঘর ঠান্ডা রাখতে প্রথমে প্রয়োজন একটা টেবিল ফ্যান। যা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রথমে দুটি এক লিটারের জলের বোতল নেবেন। তারপর জলের বোতলের পিছন দিকটা গোল করে ছুরি দিয়ে কেটে নেবেন। এমন ভাবে কাটবেন যাতে পুরোটা বাদ না যায়। বোতলের কাটা অংশের কিছুটা মূল বোতলের সঙ্গে জুড়ে থাকবে।

(২)দ্বিতীয় ধাপে একটি লোহার সরু রড গরম করে বোতলের পিছন দিকে কয়েকটি সার বদ্ধ ভাবে ছিদ্র করে নেবেন। এই ছিদ্রগুলি আপনি লোহার রড ছাড়াও যে কোন ধারালো অস্ত্র দিয়ে করতে পারেন। ছিদ্র গুলি করার সময় প্রথমে বোতলটি দুই ভাগে ভাগ করে নেবেন। ছিদ্র গুলি বোতলের পিছন দিকের অংশগুলিতে করবেন। সামনের দিকের অংশে ছিদ্র করবেন না।

(৩)সরু তার ওই ছিদ্র গুলি দিয়ে গলিয়ে বোতল দুটি উল্টে টেবিল ফ্যানের পিছনে বেঁধে দেবেন। বোতলটি উল্টো ভাবে বাঁধবেন অর্থাত্‍ বোতলের মুখের অংশ থাকবে নিচের দিকে। যাতে সেখানে জল কিংবা বরফ রাখলে নিচে না পরে।

(৪)এই নিচের দিকে অংশে অর্থাত্‍ বোতলটির মুখের দিকে কিন্তু কোন ছিদ্র থাকবে না। বোতলের ওই অংশে রাখতে হবে কিছুটা বরফ। যদি বাড়িতে বরফ না থাকে মাত্র ১০ থেকে ২০ টাকা খরচ করে বাজার থেকে বরফ কিনে আনতে পারেন।

এবার ফ্যান চালালে দেখবেন কিছুক্ষণের জন্য হলেও আপনার ঘর বেশ ঠান্ডা রয়েছে। এই উপায়ে আপনার দুপুরের ঘুম কয়েক ঘণ্টার জন্য আরামদায়ক হবে। বাইরের তীব্র দাবদাহ অনুভব করতে পারবেন না। যদিও এক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার ভয় নেই। কারণ বরফ গলে জল বোতলের নিচের অংশতেই পড়ে থাকবে। শুধু খেয়াল রাখবেন যে অংশে বরফ রাখছে সেখানে যেন কোন ছিদ্র না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

সুস্বাদু কেক বানিয়ে দু’শতক পর ‘আজমিরি বেকারির’সুস্বাদু কেক বানিয়ে দু’শতক পর ‘আজমিরি বেকারির’

‘বারো মাসের তেরো পার্বণ’ বাঙালির বহু প্রাচীন প্রবাদ, তবে বর্তমানে তা আর মাত্র ‘তেরো তে’ সীমাবদ্ধ নেই। সময়ের সাথে বদলেছে জীবনযাপনের ধরণ। নিজেদের প্রাচীন রীতি-নীতি পালনের পাশাপাশি বিদেশী সংস্কৃতির ছোঁয়াও

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ

সরস্বতী পুজোর দিন বই ছোঁয়া মানা, তাহলে পুজোর দিন কেন হয় হাতেখড়ি? শাস্ত্র মতে এর ব্যাখ্যা কিসরস্বতী পুজোর দিন বই ছোঁয়া মানা, তাহলে পুজোর দিন কেন হয় হাতেখড়ি? শাস্ত্র মতে এর ব্যাখ্যা কি

তাঁকে তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ হয়েছিলেন দস্যু রত্নাকর। তাঁর বাৎসল্যেই মহাকবি হয়েছিলেন মূর্খ কালিদাস। এহেন দয়া যাঁর শরীরে তিনি আর যাই করুন কারও ক্ষতি যে করবেন না একথা বলার অপেক্ষা

গরমে যৌনতায় অনিহা ! শরীরে চরম উত্তেজনা পেতে হলে জানুন নতুন পদ্ধতিগরমে যৌনতায় অনিহা ! শরীরে চরম উত্তেজনা পেতে হলে জানুন নতুন পদ্ধতি

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। এই সময় প্রিয় মানুষ যদি একটু কাছে আসতে চান, তাহলে মন জুড়ে চরম বিরক্তি! গরমে যৌনতার ইচ্ছে প্রকাশ করেন না বেশিরভাগ মানুষ ৷ কিন্তু ডাক্তারদের