কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই

কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই


এই বাংলা ডেস্কঃ কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার মাল ও নগদ টাকা চুরি করে গ্রেফতার তার কর্মচারী সুমন রায় (Suman Roy)। জানা গিয়েছে ধৃত সুমন রায় (Suman Roy) বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক (বিজপুর মন্ডল) শুভায়ু রায়ের ভাই। ব্যবসায়ীর বাড়িতে চুরি করার পর থেকেই পলাতক ছিল সুমন রায় (Suman Roy)। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

        শুভায়ু রায় (সুমন রায়ের ভাই)

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুমন রায়ের বাড়ি কাঁচরাপাড়া আগুড়িপাড়া অঞ্চলে। পিতার নাম অভিজিৎ রায়। ভাই শুভায়ু রায় বিজপুর যুব মোর্চার সাধারণ সম্পাদক। গত ৫ জুলাই কাঁচরাপাড়া কালিনগর রোডে ব্যবসায়ী পার্থ মজুমদার বাড়িতে গোডাউন থেকে মাল ও টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গোডাউন থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা মাল চুরি করছে তার কর্মচারী সুমন রায়। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে পলাতক ছিল সুমন রায়। এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করে বিজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া স্টেশন অঞ্চল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই সুমন রায় বহু বছর ধরে কাঁচরাপাড়া কালিনগর রোডের ব্যবসায়ী পার্থ মজুমদারের গোডাউন থেকে পোস্ত ও বিভিন্ন দামী মশলা চুরি করে বিভিন্ন দোকানে বিক্রি করত। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে প্রতিমাসে অন্তত ৫ থেকে ৬ দিন চুরি করত। এই মাল তিনি কোথায় কোথায় বিক্রি করতেন এবং চুরি টাকা কোন কোন একাউন্টে লেনদেন হয়েছে সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখচ্ছে পুলিশ।

ব্যবসায়ী পার্থ মজুমদার জানান, এই সুমন রায় তার কাছে দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করত। তিন বছর ধরে তার মা ব্লাড ক্যান্সের আক্রান্ত হওয়ায় তিনি তার মার চিকিৎসার জন্য বেশিরভাগ সময় কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে থাকতেন। সেই সুযোগে তার কর্মচারী সুমন রায় বাড়ি থেকে টাকা-পয়সা ও মাল চুরি করতো। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে প্রতিমাসে ৬ থেকে ৭ বার প্রায় লক্ষাধিক টাকার উপরে মাল ও টাকা চুরি করেছে। চার বছরের প্রায় ৩০ লক্ষ টাকার উপরে মাল ও টাকা চুরি করতো। পার্থ বাবু আরো জানান, পরে চুরির কিছু মাল তার প্রেমিকা কাঁচরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পায়েল সাহার বাড়ি থেকে উদ্ধার করা হয়। আর তারপর থেকে পলাতক ছিল সুমন।

এ দিকে ধৃত সুমন রায় কে নিজেদের হেফাজতে নিয়ে আর জেরা করতে চাইছে পুলিশ। সেই কারণে শুক্রবার তাকে পেশ করা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। তারপরেই তাকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়।

2 thoughts on “কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই”

  1. সুমন রায়ের গ্রেফতারের ঘটনাটি সত্যিই চমকপ্রদ। তার কর্মচারীর জায়গায় থেকে এত বছর ধরে চুরি করা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে হয়। তার প্রেমিকার বাড়ি থেকে মাল উদ্ধার হওয়ায় এ ঘটনায় তার ভূমিকাও স্পষ্ট হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত থাকতে পারে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেলবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

আগে প্রায় আড়াইশো জনেরও বেশি চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল। পাশাপাশি তাদের বেতন বন্ধের নির্দেশও

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের