আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা


গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি শুরু হবে। সন্ধ্যায় হবে আরতি। এছাড়া দক্ষিনেশ্বর এবং বেলুড় মঠেও গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে।

আরো পড়ুন- বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

তিনি জানান, এবার গঙ্গাসাগর মেলায় পরিকাঠামো বাড়িয়েছে রাজ্য। মেলায় গিয়ে দেখুন, রাজ্য কত কাজ করেছে। পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, কেউ কেউ সমলোচনা করেই দায় সারেন। কুম্ভ মেলা কেন্দ্রীয় সরকারের সাহায্য পায়। অথচ গঙ্গাসাগর তা পায় না। এছাড়া ভুয়ো খবর থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত