ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে


রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। আর সেই ফলাফলে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সম্বিত। পার্কাস রোড এলাকার বাড়িতে বসে সে জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় রেজাল্ট যে ভালো হবে, সেটা জানত। কিন্তু একেবারে যে সর্বভারতীয় মেধাতালিকার প্রথমেই তার নাম থাকবে, সেটা কখনওই ভাবতে পারেনি। আর সেই অভাবনীয় বিষয়টা হওয়ায় অত্যন্ত আনন্দিত সে।

তবে সম্বিত সারক্ষণ যে পড়াশোনা করত, সেটা মোটেও নয়। সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র জানিয়েছে, অবসর সময় গিটার বাজাতে ভালোবাসে। খেলা দেখতে ভালোবাসে। ক্রিকেট দেখে। আর দাবার প্রতি বাড়তি একটা আকর্ষণ আছে। সম্বিতের কথায়, ‘আমি পড়াশোনা ছাড়াও গিটার বাজাতে পারি। ছবি আঁকতে পারি এবং দাবার নেশা আছে আমার। এছাড়াও ক্রিকেট দেখতে খুব ভালোবাসি। (আইপিএলও) দেখছি।’ সে আরও বলেছে, ‘আসলে আমার পরিবারের কেউ তেমন দাবা খেলে না। আমি নিজে-নিজেই খেলি। নিজে-নিজেই দাবা শিখেছি। আমি অন্যান্য খেলোয়াড় বা কম্পিউটারের সঙ্গে দাবা খেলি।’

তারইমধ্যে নিজের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে নিয়েছে সম্বিত। সে জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তাই আইআইটিতে ভরতি হতে চায় বলে জানিয়েছে সম্বিত। তার বাবা মনোজ মুখোপাধ্যায় কেমিক্যাল বিজ্ঞানী। তার মা দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা

দুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশদুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশ

এগরা, বজবজের পর গতকাল ফের দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণটি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বাড়িটি বর্তমানে