ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে


রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। আর সেই ফলাফলে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সম্বিত। পার্কাস রোড এলাকার বাড়িতে বসে সে জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় রেজাল্ট যে ভালো হবে, সেটা জানত। কিন্তু একেবারে যে সর্বভারতীয় মেধাতালিকার প্রথমেই তার নাম থাকবে, সেটা কখনওই ভাবতে পারেনি। আর সেই অভাবনীয় বিষয়টা হওয়ায় অত্যন্ত আনন্দিত সে।

তবে সম্বিত সারক্ষণ যে পড়াশোনা করত, সেটা মোটেও নয়। সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র জানিয়েছে, অবসর সময় গিটার বাজাতে ভালোবাসে। খেলা দেখতে ভালোবাসে। ক্রিকেট দেখে। আর দাবার প্রতি বাড়তি একটা আকর্ষণ আছে। সম্বিতের কথায়, ‘আমি পড়াশোনা ছাড়াও গিটার বাজাতে পারি। ছবি আঁকতে পারি এবং দাবার নেশা আছে আমার। এছাড়াও ক্রিকেট দেখতে খুব ভালোবাসি। (আইপিএলও) দেখছি।’ সে আরও বলেছে, ‘আসলে আমার পরিবারের কেউ তেমন দাবা খেলে না। আমি নিজে-নিজেই খেলি। নিজে-নিজেই দাবা শিখেছি। আমি অন্যান্য খেলোয়াড় বা কম্পিউটারের সঙ্গে দাবা খেলি।’

তারইমধ্যে নিজের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে নিয়েছে সম্বিত। সে জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তাই আইআইটিতে ভরতি হতে চায় বলে জানিয়েছে সম্বিত। তার বাবা মনোজ মুখোপাধ্যায় কেমিক্যাল বিজ্ঞানী। তার মা দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থীসামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে ভাঙন ইস্যুতে বিদায়ী সংসদের উদাসীনতা নিয়ে আক্রমণ শানালেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। এদিন তাঁর সঙ্গে ছিলেন

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক