জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা


সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen) দখল করে রেখেছেন বলে কর্তৃপক্ষের তরফে একাধিকবার দাবি করা হয়েছিল। সম্প্রতি এই মর্মে নোবেলজয়ীকে চিঠিও পাঠানো হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে। এদিন অমর্ত্য সেনের বাড়ির জমি সংক্রান্ত যাবতীয় নথি সঙ্গে নিয়ে যান মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তা তুলে দেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কারও কোনও কথা শুনতে চাই না, সেই কারণে জমির সব নথি সঙ্গে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে সরকার সার্ভে করেছে এবং আমি জমির রেকর্ড নিয়ে এসেছি। একটা মানুষকে প্রতিদিন অপমান করবে। এরপর সরকারের তরফে আমরা আর কী কী করব, তা আজকে বলছি না। আইনত আমরা কী করতে পারি তা ফিরে যাওয়ার পর আমরা যা করার করব। অনেকদিন ধরে এই সব সহ্য করছি, সেই কারণেই আমি এখানে এসেছি। ওনাকে কদিন ধরে খুব অসম্মান করা হয়েছে।’

বেশ কয়েকদিন ধরে বিশ্বভারতীয় কর্তৃপক্ষের তরফে অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘জমি দখল’-র অভিযোগ তোলা হচ্ছে। এমনকী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেছিলেন অমর্ত্য সেন প্রকৃত ‘নোবেলজয়ী’ নন। এই নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। সেই বিতর্কের মাঝেই নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে রাজ্য সরকারই জমি প্রদান করেছিল। জেলাশাসককে যাবতীয় প্রশাসনিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অমর্ত্য সেনের সঙ্গে আলাপচারিতার মাঝে তাঁর উদ্দেশে মমতা বলেন, ‘আপনাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলার মানুষ তা মোটেই ভালোভাবে নিচ্ছেন না। আপনি এই নিয়ে কখনও মানসিকভাবে কষ্ট পাবেন না। কোনওরকমভাবেই এটা নিয়ে ভাববেন না। আপনার মতো মন ওঁদের কখনও হবে না। কেউ এই ধরনের কথা বলতে পারে? উনি কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার উপযুক্ত? গৈরিকীকরণের উদ্দেশেই এই কাজ করা হচ্ছে।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরকে এটা দেখার অনুরোধ করব। এইভাবে যা খুশি তাই করা যায় না। বিজেপিকে করলে সাত খুন মাফ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ। সমালোচনা করার অধিকার সকলের আছে। আমারও অনেকে সমালোচনা করেন। এরা অনেক বড় বড় কথা বলে গিয়েছিল, আজ আমি একটা বড় ছক্কা মেরে গেলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গেউত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীরভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা।

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক