খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল


অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন চিকিৎসকরা।

কীভাবে ঘটল এমন ঘটনা?

অস্ট্রেলিয়ায় চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি পত্রিকায় প্রকাশিত তথ্য বলা হয়েছে, ওই কিশোরের ‘এক্স-রে’ করে দেখা যায়, সাদা গোলাকার, ডিমের মতো দেখতে একটি বস্তু রয়েছে তার পেটের তলার দিকে। যেটি আসলে গল্‌ফ খেলার একটি বল।

ঘটনাটি ঘটানোর পর, নিজে থেকে বলটি বার করতে না পেরে ভয় পেয়ে ওই কিশোর ছুটে যায় তার মায়ের কাছে। জানতে পেরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আস্ত একটি বল পেটের মধ্যে ঢুকে থাকার পরও তার শরীরে কোনও অস্বস্তি হয়নি। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ‘সাকশন কাপ’, ‘মেডিক্যাল নেট’, ‘রিট্রিভার পাউচ’ এবং ‘বেলুন ক্যাথিটার’-সহ যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করে পেটের ভিতর থেকে বলটি বার করার চেষ্টা করেন। বার বার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কিশোরের পরিবারের লোকজনও এই চিকিৎসা পদ্ধতিতে প্রবল আপত্তি জানাতে থাকেন।    

বলটি বার করার জন্য দু’ঘণ্টা ধরে মলদ্বারের উপর চিকিৎসকদের নানা রকম প্রচেষ্টার পরও দেখা যায়, বলটির অবস্থানে কোনও পরিবর্তন না হওয়ায়, শেষে পেট পরিষ্কার হয় এমন একটি জিনিস জলে গুলে খাইয়ে দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, এক লিটার মতো সেই দ্রবণ খাওয়ার পর, বৃহদন্ত্র থেকে মলদ্বার পর্যন্ত কোনও রকম ক্ষয়-ক্ষতি না করে, সাধারণ ভাবেই বলটি পেট থেকে বেরিয়ে আসে। গোটা কর্মকাণ্ডে সময় লাগে ঘণ্টা তিনেক। এমন ঘটনা কাঙ্ক্ষিত না হলেও ভবিষ্যতে যদি কারও সঙ্গে তা ঘটে, সে ক্ষেত্রে আগেই অস্ত্রোপচারের দিকে না গিয়ে এই দ্রবণ খেয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

IVF প্রযুক্তির সাহায্যে মহাকাশে জন্ম নেবে শিশু! অসাধ্য সাধন করবেন বিজ্ঞানীরাIVF প্রযুক্তির সাহায্যে মহাকাশে জন্ম নেবে শিশু! অসাধ্য সাধন করবেন বিজ্ঞানীরা

মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কোন শেষ নেই। প্রতিনিয়তই মহাকাশ নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এরই মধ্যে এবার শোনা গেল, মহাকাশেও কি শিশুর (baby) জন্ম হতে পারে? এই

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহুপাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডোসিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়