পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান - Ei Bangla
Ei Bangla লাইফস্টাইল পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান

পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান


সেই প্রাচীনকাল থেকে পুরুষেরা তাদের যৌনক্ষমতা বাড়াতে নানা পদ্ধতি অনুসরণ করে আসছে। যৌন উত্তেজনা বৃদ্ধি, যৌন স্বাস্থ্য ভালো রাখা, বীর্যের মান উন্নয়ন, যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিতেই রয়েছে যৌনউদ্দীপক কিছু খাবার।

পুরুষের যৌনউদ্দীপনা সাধারণত দুই ধরণের হয়ে তাকে। প্রথম ধরণ যৌনউদ্দীপনা লিবিডোকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়টি যৌন কার্যকলাপ উপভোগ করার ক্ষমতা উন্নত করে। পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিকারী খবারগুলো শরীরে রক্ত প্রবাহ বাড়ায়, চাপ কমায় এবং পেশীশক্তি বাড়ায়

কাজুবাদাম যৌনউদ্দীপনা বৃদ্ধি করে। কাজুবাদাম প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের একটি উৎস, যা প্রজনন ফাংশন, হরমোন উৎপাদন, উর্বরতা এবং যৌন তাড়নার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কাজুবাদাম লোভনীয় সুগন্ধির জন্য পরিচিত।

হাজার হাজার বছর ধরে একটি যৌনউদ্দীপক খাদ্য হিসেবে শতমূলীর প্রশংসিত। শতমূলীতে রয়েছে অ্যাসপারটিক অ্যাসিড। এটি শরীরের অতিরিক্ত অ্যামোনিয়া নিষ্ক্রিয় করে যা দুর্বলতা ও শারীরিক সম্পর্কে অনীহা দূর করে। শতমূলী হিসটামিন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে।

দারুচিনি যৌনউদ্দীপক মসলা হিসেবে পরিচিত। দারুচিনি খেলে শরীর গরম হয়। ফলে যৌন ক্ষমতা বাড়িয়ে দেয়। এই যৌনউদ্দীপক খাবারে উত্তেজনা কমানোর বৈশিষ্ট্য রয়েছে, যা রক্তেরশর্করার পরিমাণ স্বাভাবিক রাখে।

মধু পুরুষের যৌন ক্ষমতা বাড়ানোর একটি ভাল ওষুধ। মধু পুরুষের টেস্টোস হরমোন উৎপাদনে উৎসাহ জোগায়।

আদা শরীরে কামনা বাসনা বাড়ায়, যৌন উচ্ছা প্রবল করে এবং যৌনক্রিয়াকে আনন্দময় করে তুলতে বিশেষভাবে সমাদৃত।

বিশেষজ্ঞরা বলেন, তরমুজ হল নতুন ভায়াগ্রা। তরমুজ শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে এবং পুরুষের যৌন তাড়না বাড়িয়ে দেয়। তরমুজের সাট্রুলিন অ্যামিনো অ্যাসিড, যা যৌন ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে।

চকলেট পুরুষদের ‘সুপারফুড’। গ্রিন টি’র থেকেও চকলেটে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এতে ফেনাইলথেলামাইন নামে পরিচিত এক ধরণের উত্তেজক রাসায়নিক রয়েছে। যা উত্তেজনার অনুভূতি উদ্দীপিত এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়! অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এমনটি কেন হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের হরমোনের কারণে এমনটি দেখা যায়। আসুন

শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!

আগেকার যুগে যেমন সব জিনিসপত্র নির্ভেজাল ছিল তেমনি বর্তমান যুগে কোনো কিছুই নির্ভেজাল পাওয়া প্রায় অসম্ভব বলা চলে। হার্টের অসুখ সাধারণত হাই লিপিড, হাই ব্লাড প্রেসার, অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের

দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?

সকাল সকাল ঘুম থেকেই উঠে দিব্যি ব্রাশ করেছেন, মুখ ভালো করে ধুয়েছেন। কিন্তু মুখ থেকে দুর্গন্ধ কিছুতেই কমে না। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে

মাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon, বাম্পার অফার দিচ্ছে সংস্থামাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon, বাম্পার অফার দিচ্ছে সংস্থা

দেশের গাড়ির বাজারে কার্যত ঝড় তুলেছে টাটা নেক্সন (Tata Nexon)। এই মুহূর্তে বাজারে বেস্টসেলারের তকমা পেয়েছে টাটার এই গাড়িটি। যেখানে আজকাল ইলেকট্রিক গাড়ির ক্রেজ চলছে মানুষের মধ্যে সেখানে Tata Nexon