পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে নয়া কৌশল আলিমুদ্দিনের - Ei Bangla
Ei Bangla রাজনীতি পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে নয়া কৌশল আলিমুদ্দিনের

পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে নয়া কৌশল আলিমুদ্দিনের


পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে নয়া কৌশল আলিমুদ্দিনের। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ‘ঝটিকা বাহিনি’ তৈরি রাখতে চাইছে সিপিএম (CPM)। কোনও কর্মসূচিতে প্রশাসনের তরফে অনুমতি পাওয়া না গেলেও বিকল্প রাস্তা তৈরি রাখতে চায় আলিমুদ্দিন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করার পরিকল্পনা আগেই হয়েছে। দলকে চাঙ্গা করতে গেলে লাগাতার আন্দোলনও চলছে। এবার কোনও আন্দোলনে দ্রুত নামতে নতুন টিম, যাকে বলা হচ্ছে ঝটিকা বাহিনী।

আরো পড়ুন- মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার

কেন্দ্র বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও আন্দোলন হোক অথবা শাসক দলের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে কর্মসূচি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়তে হবে। বৈঠক বা আলোচনা করে সময় নিয়ে কর্মসূচি নয়। জ্বলন্ত বা হাতে-গরম ইস্যু এলেই সঙ্গে সঙ্গে জঙ্গি আন্দোলন। বিজেপি নামার আগেই ইস্যুকে ধরে নেওয়া। অনেক সময় দিনক্ষণ ঠিক করে সভা সমিতি বা বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। অনেক সময় আবার প্রশাসনের তরফ থেকে অনুমতিও মেলে না। ফলে সবকিছু গুছিয়ে আন্দোলনে নামতে গিয়ে ইস্যুটাই হারিয়ে যায়। তাই এ বার থেকে সরকার বা শাসকদলের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলেই তৎক্ষণাৎ রাস্তায় নেমে পড়তে হবে। এমনই পরিকল্পনা বঙ্গ সিপিএমের।

বিরাট জমায়েতের অপেক্ষা না করে ছোট ছোট দলেই নামতে হবে। মিটিং, মিছিল থেকে শুরু করে রাস্তা অবরোধ সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে কর্মীদের। এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে পার্টির তরফে। সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা নির্বাচন। বড় জমায়েতের থেকে স্ট্রিট কর্নার, এলাকা ভিত্তিক স্কোয়াড, বাড়ি বাড়ি প্রচার ও খাটিয়া বৈঠকে জোর দেওয়া হয়েছে। কারণ, বড় জমায়েতের থেকে এই ছোট কর্মসূচিতে মানুষের কাছে দলের বক্তব্য আরও বেশি করে পৌঁছনো যায়। আর সঙ্গে সঙ্গে পথে নামতে কিছু নেতা কর্মী সমর্থকদের প্রস্তুত রাখা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বাহিনীকেই দেখা যাবে কেন্দ্র বা রাজ্যের পাশাপাশি গ্রামের কোনও সমস্যা নিয়েও পথে নামতে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কয়েকটি কর্মসূচিতে সাফল্য পেয়েছে আলিমুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’ বুথ কমিটির মিটিং থেকে বার্তা অঞ্চল সভাপতির‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’ বুথ কমিটির মিটিং থেকে বার্তা অঞ্চল সভাপতির

মালদাঃ- ‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’বুথ কমিটির মিটিং থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন অঞ্চল সভাপতি সুধীর দাস। মাস দুয়েক পরেই রয়েছে ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক

Karnataka Election Results 2023: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস! উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরাKarnataka Election Results 2023: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস! উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা

কর্ণাটকে বড় জয়ের পথে কংগ্রেস। শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। দক্ষিণের এই রাজ্যে ২২৪টি-র মধ্যে কংগ্রেস এগিয়ে ১৩০টি আসনে। যেখানে বিজেপি এগিয়ে ৬৬টি আসনে। কিং

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোরত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে