১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট


১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন মা। কিন্তু আদালত নির্দেশ দিল, সম্ভব নয়।

মেয়েটির মায়ের অভিযোগ, তাঁর ১২ বছরের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারপরেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরো পড়ুন- পঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তে

তারপর মেয়েটির গর্ভপাতের জন্য আদালতের দারস্থ হয় তার মা। গত ৪ এপ্রিল সার্কিট বেঞ্চ মেডিক্যাল বোর্ড গড়ে নাবালিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দেয়। সেই মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিয়েছে, মেয়েটি সুস্থ রয়েছে। যমজ ভ্রূণও স্বাভাবিক অবস্থায় নড়াচড়া করছে তার গর্ভে। ফলে ২০২১ সালের গর্ভপাত আইন অনুযায়ী এই অবস্থায় তা করা যায় না।

নিয়ম অনুযায়ী, গর্ভাবস্থায় ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায়। কিন্তু তারপর গর্ভপাত করাতে হলে আদালতের অনুমতি প্রয়োজন হয়। সেই মতো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নাবালিকার মা। আবেদন জানিয়েছিলেন, যাতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না আদালত। মেডিকেল বোর্ডের আশঙ্কা, গর্ভপাত করানো হলে নাবালিকার প্রাণহানি হতে পারে। সেই কারণে, গর্ভপাতের আবেদনে ফিরিয়ে দিল হাইকোর্টের সার্কিট বেঞ্চ।

মেয়েটি এখন ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ৩৫ সপ্তাহের গর্ভবতীকে গর্ভপাত করানোর নজির রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই অনুমোদন দিল না আদালত। সার্কিট বেঞ্চ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মেয়েটিকে খুবই যত্ন করে দেখভাল করতে হবে। আপাতত সে হাসপাতালেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপশক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে