ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে


রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। আর সেই ফলাফলে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সম্বিত। পার্কাস রোড এলাকার বাড়িতে বসে সে জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় রেজাল্ট যে ভালো হবে, সেটা জানত। কিন্তু একেবারে যে সর্বভারতীয় মেধাতালিকার প্রথমেই তার নাম থাকবে, সেটা কখনওই ভাবতে পারেনি। আর সেই অভাবনীয় বিষয়টা হওয়ায় অত্যন্ত আনন্দিত সে।

তবে সম্বিত সারক্ষণ যে পড়াশোনা করত, সেটা মোটেও নয়। সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র জানিয়েছে, অবসর সময় গিটার বাজাতে ভালোবাসে। খেলা দেখতে ভালোবাসে। ক্রিকেট দেখে। আর দাবার প্রতি বাড়তি একটা আকর্ষণ আছে। সম্বিতের কথায়, ‘আমি পড়াশোনা ছাড়াও গিটার বাজাতে পারি। ছবি আঁকতে পারি এবং দাবার নেশা আছে আমার। এছাড়াও ক্রিকেট দেখতে খুব ভালোবাসি। (আইপিএলও) দেখছি।’ সে আরও বলেছে, ‘আসলে আমার পরিবারের কেউ তেমন দাবা খেলে না। আমি নিজে-নিজেই খেলি। নিজে-নিজেই দাবা শিখেছি। আমি অন্যান্য খেলোয়াড় বা কম্পিউটারের সঙ্গে দাবা খেলি।’

তারইমধ্যে নিজের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে নিয়েছে সম্বিত। সে জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তাই আইআইটিতে ভরতি হতে চায় বলে জানিয়েছে সম্বিত। তার বাবা মনোজ মুখোপাধ্যায় কেমিক্যাল বিজ্ঞানী। তার মা দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধদিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্যদিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য

দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি,