মালদাঃ দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরালো বিজেপি (BJP)। গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকায় তৃণমূলের প্রায় ৩৫টি পরিবারের শতাধিক কর্মী সমর্থকেরা দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ স্থানীয় নেতৃত্বরা। বিজেপি বিধায়ক নিজে উপস্থিত থেকে যেদিন প্রায় ৩৫ টি তৃণমূল পরিবারের শতাধিক কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।
আরো পড়ুন- ‘ইউরোপীয়দের চোখে পাল্কী’
বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানিয়েছেন, শাসক দলের দুর্নীতি , অনুন্নয়ন , সন্ত্রাস এসব দেখেই মানুষ এখন অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়ে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীতে আরো বহু শাসকদলের কর্মী, নেতারাও বিজেপিতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।