প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ মেসির! যোগদিতে পারেন নতুন ক্লাবে - Ei Bangla
Ei Bangla খেলা প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ মেসির! যোগদিতে পারেন নতুন ক্লাবে

প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ মেসির! যোগদিতে পারেন নতুন ক্লাবে


প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ হয়েছে, তাই আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। নেমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে থাকলেও মেসি নিজে খুশি হতে পারছেন না। তাঁকে নিয়ে অখুশি এমবাপেও। তাই বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজেও অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যেই তিনটি ক্লাবের নাম উল্লেখযোগ্য

ইন্টার মিয়ামিঃ এই ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম। কোচ পুরনো সতীর্থ ফিল নেভিল। বহু দিন ধরেই মেসিকে সই করাতে চাইছেন তিনি। আর্থিক সঙ্গতিও রয়েছে। তাঁকে আমেরিকার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানাতে চায় মিয়ামি। মেসি নিজেও মিয়ামির সমর্থক। মাঝেমাঝেই ছুটি কাটাতে সেই শহরে যান।

বার্সেলোনাঃ পুরনো ক্লাবেও ফিরতে পারেন মেসি। আগেও বার্সেলোনা-প্রেমের কথা বহু বার প্রকাশ্যে এসেছে। মেসি যে খুশি মনে বার্সেলোনা ছেড়ে যাননি এটাই প্রত্যেকেই জানেন। এখনকার কোচ তথা প্রাক্তন সতীর্থ জাভির ডাকে মেসি সাড়া দিতেই পারেন। তবে মেসিকে নেওয়ার মতো অর্থ বার্সার রয়েছে কি না, সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টার সিটিঃ অর্থের কোনও অভাব নেই। তারকাখচিত দলে মেসি নিজে যেতে কতটা আগ্রহ দেখাবেন তা অবশ্য অজানা। তবে কোচ পেপ গুয়ার্দিওলার জন্যে এই ক্লাবে যেতে পারেন। গুয়ার্দিওলা এবং মেসি জুটি অতীতে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিয়েছে। এখনও সুযোগ পেলেই গুয়ার্দিওলার মুখে মেসি-বন্দনা শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ঋষভ পন্থকে কষিয়ে চড় মারবেন! অসুস্থ ক্রিকেটারকে শাসানি কপিলদেবেরঋষভ পন্থকে কষিয়ে চড় মারবেন! অসুস্থ ক্রিকেটারকে শাসানি কপিলদেবের

ডিসেম্বরের ৩০-এ ভয়াবহ দূর্ঘটনার মুখোমুখি হওয়ার পর ঋষভ পন্থ আপাতত এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জাতীয় দলের বাইরে আপাতত তিনি। ঋষভ পন্থ যাতে পরবর্তীতে এরকম কান্ড না ঘটান, সেই

রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতেররবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের

কিছুই দিন আগে ছিলেন ভারতীয় দলের কোচ। আর সেই ভারতীয় দলকেই ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ বলে সমালোচনা করেছিলেন রবি শাস্ত্রী। সেই মন্তব্যের পাল্টা দিয়ে বুধবার কড়া সমালোচনা করলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক

ক্লাব ফুটবলে রোনাল্ডোর ৫০০ গোল, নতুন মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানোক্লাব ফুটবলে রোনাল্ডোর ৫০০ গোল, নতুন মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো

আল নাসেরের (Al Nassr) জার্সি গায়ে ফের নিজের জাত চেনালেন সিআর সেভেন (CR7)। সৌদি লিগে নজির গড়ে একাই চার গোল করলেন ক্রিশ্চিয়ানো। সেই সঙ্গে নিজের ক্লাব ফুটবলে ৫০০ গোল করে

কেমন আছেন ঋষভ পন্থ? কারা নিচ্ছে চিকিৎসার সব দায়িত্ব?কেমন আছেন ঋষভ পন্থ? কারা নিচ্ছে চিকিৎসার সব দায়িত্ব?

কেমন আছেন ঋষভ পন্থ? গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালে ভর্তি তিনি। পন্থের শারীরিক অবস্থার কথা জানিয়েছে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতাল। ৩১ ডিসেম্বরের বুলেটিনে হাসপাতাল জানিয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন পন্থ। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে