যৌনমিলনের সময় পার্টনারের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি, এরই মধ্যে আরও উত্তেজক হিসেবে কাজ করে কিছু শব্দ। যৌনতার সময় সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই শব্দগুলি।
সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনমিলনের সময় বিশেষ করে মেয়েরা বেশি শব্দ করেন। মুখের এই শব্দগুলি নিঃসন্দেহে পার্টনারকে আরও বেশি উত্তেজিত করে তোলে। তবে শব্দ করতে পছন্দ করেন পুরুষেরাও। তবে অনেকে আবার লজ্জা পান। বিশেষজ্ঞদের টিপস, কামোদ্দীপনা বাড়াতে অবশ্যই নারী-পুরুষ উভয়ই শব্দের ব্যবহার করুন।
ফোনে অনেক সময়ই যৌনতার কথা বলেন পার্টনারেরা। সে সময়ও এই শব্দ খুবই উত্তেজনা তৈরি করতে সক্ষম। সঙ্গী বা সঙ্গীনির মুখ থেকে শোনা কয়েকটি শব্দ সেই সম্পর্ককে আরও গভীর করে তুলতে সক্ষম।
আরো পড়ুন- চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপস
২০১৮ সালে সসি ডেটস নামে একটি সংস্থা ৫০২৪ জনের উপরে সমীক্ষা চালিয়েছিল এই বিষয়ে। সেখানেই তারা জানায়, সঙ্গমের সময়ে ঠিক কোন কোন শব্দ শুনতে ভালোবাসেন পুরুষ ও নারীরা। বেশিরভাগ পুরুষই দাবি করেছেন, মহিলা পার্টনারের মুখে গোঙানি বা ব্যথা পাওয়ার মতো শব্দ শুনতে ভালো লাগে।
মহিলাদেরও একই দাবি। তাঁরাও জানিয়েছেন, যৌনতার সময় ছেলেদের মুখ থেকে নিজেদের নাম শুনতে এবং একইরকম গোঙানির মতো শব্দ শুনতে ভালো লাগে। এতে কামোদ্দীপনা আরও বেড়ে ওঠে।
সমীক্ষায় জানা গিয়েছে, যৌনমিলনের সময় শুধুই শব্দ নয়, পুরুষ ও নারী উভয়ই নিঃশ্বাসের সজোর ওঠা-নামা শুনতেও পছন্দ করেন। এতেও উদ্দীপনা অনেকটাই বাড়ে। তবে খুব জোরে চিৎকার ব্যাঘাত ঘটাতে পারে মনোযোগে। ফলে শীৎকার হবে, কিন্তু তা হবে অনেক বেশি আবেগঘন। তবে ভুল করেও পার্টনারের নাম ভুল করবেন না। তাতে হিতে বিপরীত হবেই।