লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ - Ei Bangla
Ei Bangla বিনোদন লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ

লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ


লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব। ইতিমধ্যেই বক্স অফিসে নিরিখে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান। মুম্বই থেকে মেলবর্ন, আহমেদাবাদ থেকে আমেরিকা বিশ্ব দরবারে শাহরুখের ক্যামব্যাক ছবি নিয়ে শোরগোল। ফ্যানদের এমন উন্মাদান দেখে আপ্লুত শাহরুখও। তাই তো টুইটারে ফ্যানদের উন্মাদনা পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানালেন শাহরুখ।

টুইটারে শাহরুখ সম্প্রতি কয়েকটি ছবি, ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে লন্ডনে শাহরুখ অনুরাগীরা ‘পাঠান’ স্পেশাল টিশার্ট ও হুডিতে সেজে উঠেছেন। শুধু তাই নয়, শাহরুখের আরেকটি টুইটে দেখা যায়, নিউ ইয়র্কের মাটিতে কীভাবে ‘পাঠান’ ঝড় অব্যাহত।

অন্যদিকে, ‘পাঠান’ (Pathaan) মুক্তির আগে থেকেই ‘রেশরম রং‘ গানটির ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনির বিরোধিতায় সরব হয় একাধিক হিন্দু সংগঠন থেকে বিজেপি নেতারা। এমনকী কিং খানের ছবি বয়কটেরও ডাক ওঠে। কিন্তু যাবতীয় বিতর্কে জল ঢেলে হিন্দি ছবির জগতে নয়া ইতিহাস রচনা করে ‘পাঠান’। ছবি মুক্তির পরে অবশ্য দেখা যায়, গানটির ওই দৃশ্যটিতে কাটছাঁট করা হয়েছে। এবার আদিত্যনাথের মুখে শোনা গেল ‘রেশরম রং’ প্রসঙ্গ। তাঁর দাবি, স্ক্রিনে কী দেখানো হচ্ছে, সে বিষয়ে পরিচালকের আরও সতর্ক হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রীশ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী। তিনি যা করেন, যা বলেন সবই ভাইরাল হয়। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার আড়াল, সবকিছু নিয়েই চর্চা হয়। ফোটোশ্যুট থেকে এক্সারসাইজ, ঘুরতে যাওয়ার ছবি– নিজের জীবনের

অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখঅতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহেও মুক্তির আগে তেমন ভাবে প্রচার চালাননি শাহরুখ খান। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি

সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডেরসোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডের

সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা দিল সেন্সর বোর্ড। ছবির সংলাপ থেকে বাদ দিতে বলা হল ‘রাধে রাধে’ শব্দবন্ধ। ‘লাল সুটকেস টা দেখেছেন’ ছবির কোথাও ব্যবহার করা যাবে না ‘কৃষ্ণ’

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা