১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে - Ei Bangla
Ei Bangla Uncategorized,ভারত ১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে


দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে একটি ঘোষণা করেছে তিরুমালা তিরুপতি মন্দির ( Tirupati temple) কর্তৃপক্ষ। সেই শ্বেতপত্রে ফিক্সড ডিপোজিট, সোনা সহ সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। মন্দিরের ট্রাস্ট জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০.৩ টন সোনা রাখা আছে। তার বাজার মূল্য ৫৩০০ কোটি টাকা। ১৫,৯৩৮ কোটি নগদ টাকাও ব্যাঙ্কে জমা দেওয়া আছে।

আরো পড়ুন- বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমান বোর্ড সেই ২০১৯ সাল থেকে তাদের বিনিয়োগের গাইডলাইনকে জোরদার করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছিল যে মন্দিরের বাড়তি সম্পদকে অন্ধ্রপ্রদেশ সরকারের নিরাপত্তাবৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্ট জানিয়েছে, বাড়তি টাকা নির্দিষ্ট ব্য়াঙ্কেই বিনিয়োগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীভরির ভক্তদের জানানো হচ্ছে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কোনও বিষয়ে বিশ্বাস করবেন না। নগদ টাকা ও সোনা যেটা বিভিন্ন ব্যাঙ্কে বিনিয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।

একটি ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, তিরুমালা তিরুপতি দেবস্থানমের মোট সম্পদের পরিমাণ ২.২৬ লাখ কোটি।২০১৯ সালে ব্যাঙ্কে বিনিয়োগের পরিমাণ ছিল ১৩,০২৫ কোটি। বর্তমানে তা বেড়ে হয়েছে, ১৫,৯৩৮ কোটি।

সূত্রের খবর, ২০১৯ সালে ৭৩৩৯.৭৪ টন সোনা গচ্ছিত ছিল। গত তিনবছরে ২.৯ টন যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতেএবার গরমকে বলুন বাই বাই! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

ভারতে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা, যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই দাবি করেছে এই ফ্যান কোম্পানি। আসলে ওরিয়েন্টেড লিমিটেড নামক একটি কোম্পানি খুব শীঘ্রই

‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ

ছেলেকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে হাজির জয়জিৎ। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসছে অরিজিৎ সিং-এর কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গে হাজির হয়েছেন বাংলা টেলিভিশনের এই পরিচিত মুখ। পাশাপাশি বন্দে

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের