বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন দেখিয়ে শেখ জামাল নামে ওই সিপিএম নেতা প্রায় ৯ মাস ধরে তার সঙ্গে সহবাস করে আসছিল । বর্তমানে তিনি চার মাসের অন্তসত্ত্বা । সেই কারনে তিনি জামালকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন । কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে,এমনকি পরিবারের লোকজন তাকে হুককিও দিত বলে অভিযোগ তাঁর । এদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই ওই সিপিএম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের বাড়ি ভাতার থানার পাটনা গ্রামে । তিনি সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সদস্য । বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, পেশায় কৃষক ওই সিপিএম নেতা ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা। তিনি সিপিএমের ভাতার-১ ব্লকের এরিয়া কমিটির সদস্য। তাঁর এক সন্তান রয়েছে। সন্তানের পড়াশোনার সুবিধার্থে তাকে নিয়ে বর্ধমান শহরের কাছে আলাদা থাকেন স্ত্রী। ওই গ্রামেই অভিযোগকারিণী পরিচারিকার বাপের বাড়ি। ৫ বছর আগে পরিচারিকার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়। তাঁরও এক সন্তান রয়েছে। প্রাক্তন স্বামীর কাছে থাকে সন্তান। সিপিএম নেতার বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা। তাঁদের দেখভাল এবং বাড়ির কাজের জন্য ওই মহিলাকে পরিচারিকার কাজে নিয়োগ করেছিলেন তিনি।

আরো পড়ুন- উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

পরিচারিকার অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করবেন বলে তাঁকে জানিয়েছিলেন ওই সিপিএম নেতা। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে বলে অভিযোগ। তাঁর আরও অভিযোগ, গত ৯ মাস ধরে তাঁর সঙ্গে সহবাস করেন ওই সিপিএম নেতা। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন ওই পরিচারিকা। এর পরেই ওই নেতা তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ পরিচারিকার। বুধবার রাতে ভাতার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিচারিকা। তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই সিপিএম নেতা। তাঁর দাবি, ‘‘আমি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’’

এই ঘটনাকে ঘিরে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চাপে রাখতে চক্রান্ত করে ওই নেতাকে ফাঁসানো হয়েছে। এর নেপথ্যে রয়েছে তৃণমূল। সিপিএমের সারা ভারত কৃষকসভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সম্পাদক নজরুল হক বলেন, ‘‘শাসকদল পুলিশকে কাজে লাগিয়ে ওই মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করেছে। পঞ্চায়েত ভোটের আগে আমাদের সংগঠন বৃদ্ধি পেতে দেখে তৃণমূল এই ধরনের চক্রান্ত করেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবিব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,