সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা দিল সেন্সর বোর্ড। ছবির সংলাপ থেকে বাদ দিতে বলা হল ‘রাধে রাধে’ শব্দবন্ধ। ‘লাল সুটকেস টা দেখেছেন’ ছবির কোথাও ব্যবহার করা যাবে না ‘কৃষ্ণ’ শব্দটি। ‘হ্যালুসিনেশন’, ‘ওভারডোজ়ে’র মতো শব্দগুলিতেও রয়েছে আপত্তি। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের এই ‘বেনজির’ নির্দেশের বিরুদ্ধেই সরব হলেন অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ-সহ আরও অনেকে।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সামিল হয়ে দুই সতীর্থের পাশে দাঁড়িয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কুণাল ঘোষও। ছবির শংসাপত্রের ‘হার্ড কপি’ দিতে কেন এত বিলম্ব? প্রথম সপ্তাহে নন্দন, স্টার থিয়েটারের মতো হল হাতছাড়া হওয়া ক্ষোভ প্রকাশ সোহমের। আরও এক ধাপ এগিয়ে সায়নীর বক্তব্য, “ছবি নির্মাতারা শাসক দলের ঘনিষ্ঠ কিনা, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা
LSD, লাল সুটকেসটা দেখেছেন’ ছবিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করছেন সোহম। বৃহস্পতিবার সকালে সোহমের প্রযোজনা সংস্থার তরফে একটি বার্তায় বলা হয়, শুক্রবার ছবি মুক্তি পাওয়ার কথা। অথচ বৃহস্পতিবারও এসে সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র দেওয়া হয়নি।
অনেকদিন আগেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে পাঠানো হয়েছিল। তখন বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ছবির টাইটেল ট্র্যাকে কিছু আপত্তিকর শব্দ এবং সাত আটটি সংলাপ বদলের জন্য। টাইটেল ট্র্যাকে এমন কোনো শব্দ না থাকা সত্ত্বেও বোর্ডের নির্দেশ মেনেই সমস্ত পরিবর্তন করা হয় বলে দাবি সিনেমা নির্মাতাদের।