উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির - Ei Bangla
Ei Bangla ভারত উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির


‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের অনুষ্ঠানে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি বলেছেন জিও উত্তর প্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে 5G পরিষেবা পৌঁছে দেবে। রিলায়েন্স আগামী চার বছর রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। এর ফলে রাজ্যে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট-এর (UP Global Investors Summit 2023, Lucknow) উদ্বোধন করেছেন। এই সময়, ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল, দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং লখনউয়ের সাংসদ রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন ইউপিজিআইএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বক্তব্য রাখেন। কুমার মঙ্গলান বিড়লা রাজ্যে ২৫হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও ড্যানিয়েল বার্চার বলেছেন,নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বিমান পরিষেবা শুরু করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উন্নয়নের কাণ্ডারি বলেও উল্লেখ করেন তিনি।

এয়ার ইন্ডিয়া আগামী দিনে ইউপিকে দেশ ও বিশ্বের সাথে সংযুক্ত করবে – এন চন্দ্রশেখরন
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন বলেছেন যে উত্তরপ্রদেশে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে রাজ্য ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। এখানকার প্রায় ২৪ কোটি জনসংখ্যাই রাজ্যের শক্তি। ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে উত্তরপ্রদেশ বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, যে টাটা সন্স উত্তরপ্রদেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। টিসিএস ইতিমধ্যে রাজ্যে তার কর্মকাণ্ড চালাচ্ছে। এয়ার ইন্ডিয়া আগামী দিনে উত্তরপ্রদেশকে দেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে।

আরো পড়ুন- জাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ার

পাশাপাশি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেছেন যে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এবং ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ভারত আজ তাদের সবার মধ্যে আলাদা। পাশাপাশি তিনি রাজ্যে নতুন করে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা করেন।

মুকেশ আম্বানি বলেছিলেন যে এই বছরের বাজেট ভারতকে একটি ‘উন্নত দেশ’ বিশ্বের সামনে মেলে ধরার রূপরেখা তৈরি করেছে। তিনি বলেন, Jio উত্তরপ্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে তার 5G পরিষেবা চালু করবে। মুকেশ আম্বানি আগামী চারবছরে রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা কথাও ঘোষণা করেছেন।

তিনি বলেন, এর ফলে রাজ্যে প্রায় এক লক্ষ নতুন কর্ম সংস্থান তৈরি হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি আরও বলেন, যে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি অসাধারণ উন্নতি হয়েছে, যার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। উত্তর প্রদেশ নতুন ভারতের আশার কেন্দ্র হয়ে উঠেছে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে ইউপি সরকার ব্যবসায়িক নীতিকে আরও সহজ করেছে। বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় রাজ্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

আজ দেশবাসীর উদ্দেশ্যে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তিনি বলেন, ’২৮ মে, ২০২৩ ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার ৭৫ বছরে নতুন উপহার নতুন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন,

মণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপিমণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপি

বিজেপি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে (N Biren Singh) তাঁর পদ থেকে অপসারণ করতে চাইছে। ইতিমধ্যে মণিপুরের জন্য নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর সন্ধানে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সহিংসতা নিয়ন্ত্রণে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারেগোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন