ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইকোপার্ক ঘুরতে গিয়ে একবার হরিণালয় দেখে আসবেন, সবার ভাল লাগবে’।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যে দু’জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার এবং একজোড়া সিংহ এখানে নিয়ে আসা হবে। পরবর্তী পর্যায় এখানে আসবে গণ্ডার ও হাতি। নিউটাউনের ইকোপার্কে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসেন। সেই কারণে ইকোপার্ক লাগোয়া ছোট একটি চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা হয়েছিল। অবশেষে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে।

রো পড়ুন- মুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তি

এতদিন এখানে দর্শকরা হরিণ দেখতে পেতেন। এখন হরিণ ছাড়াও জেব্রা, জিরাফ এবং বিভিন্ন ধরণের পাখি রয়েছে। জলহস্তিও নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত বাঘ ও সিংহ আসেনি। এবার সেগুলিও আনার প্রস্তুতি হচ্ছে। এদিন উদ্বোধনের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা এই জু’কে আরও সাজাব।

আগামী দু’মাসের মধ্যে মধ্যপ্রদেশ থেকে দু’টি সিংহ এবং ঝাড়গ্রাম থেকে চারটি বাঘ নিয়ে আসা হবে। তারপর আমরা গণ্ডার ও হাতি আনব। এই মিনি জু’কে আরও বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। আরও পাঁচ একরের মতো জমির খোঁজ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়

এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস তৈরি হবে কলকাতায়। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের