মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়

মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়


মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দমপুকুরের ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা, ইঁদুরের পর এ বার মিলল আস্ত সাপ! শিশুদের রান্না করা খাবারে শনিবার আস্ত সাপ মেলায় উদ্বেগে অভিভাবকরা। কারণ, সেই খাবার খেয়েও ফেলেছে অনেক পড়ুয়াই। শনিবার

অঙ্গনওয়াড়ির ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, ‘‘রোজের মতো শনিবারও খাবার নিয়ে গিয়েছে বাচ্চারা। পরে এক অভিভাবক অভিযোগ জানান, তাঁর খাবারে আস্ত সাপ মিলেছে!’’ খিচুড়িতে সাপ পাওয়ার জন্য পরিকাঠামোকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রান্না করতে হয়। তাই সাপ মেলার ঘটনায় আশ্চর্যের কিছু নেই।

আরো পড়ুন- মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

শনিবারও বাচ্চার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন রঙ্গিলা বিবি। বাচ্চার খাবারে সাপ দেখে ভয় পেয়ে যান তিনি। বলেন, ‘‘অর্ধেক খাবার খাওয়ানোর পর সাপ দেখতে পাই। এ কথা বললেও দিদিমণিরা কেউ গুরুত্ব দেননি। ঠিকঠাক পরিষ্কার ভাবে রান্না হয় না। বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। এর দায় কে নেবে?’’

ঘটনার খবর পেয়ে এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খোঁজখবর নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। চাপড়া ব্লকের সিডিপিও বিপ্লব দাস বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষকহরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক

মালদাঃ রাজ্য-জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক।হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মোহাম্মদ মহসিন ২০১৭ সালের মার্চ মাসের ১৬ তারিখে কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা

বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতেবিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরে ফেরায় অপেক্ষায় হাওড়ার বালিটিকুরি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। সব মিলিয়ে কার্যত