Karnataka Election Results 2023: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস! উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা - Ei Bangla
Ei Bangla রাজনীতি Karnataka Election Results 2023: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস! উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা

Karnataka Election Results 2023: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস! উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা


কর্ণাটকে বড় জয়ের পথে কংগ্রেস। শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। দক্ষিণের এই রাজ্যে ২২৪টি-র মধ্যে কংগ্রেস এগিয়ে ১৩০টি আসনে। যেখানে বিজেপি এগিয়ে ৬৬টি আসনে। কিং মেকার হওয়ার অপেক্ষায় থাকা জেডি (এস) এগিয়ে মাত্র ২২টি আসনে। আর সময় যত এগিয়েছে ততই দিল্লিতে কংগ্রসে কর্মীদের উল্লাস বাড়তে শুরু করেছে। ফাটছে খুশির আতসবাজি। বিলি হচ্ছে লাড্ডু। দিল্লির পাশাপাশি বেঙ্গালুরুতেও কংগ্রেসের পার্টি অফিসের বাইরে লাড্ডু বিলি করা হচ্ছে।

দিল্লিতেও কংগ্রেস অফিসের বাইরে উল্লাসের ছবি। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন সাধারণ কংগ্রেস কর্মীরা। ভাঙরা নাচের তালে উল্লাসে ফেটে পড়ছেন কংগ্রেস কর্মীরা। জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস। আর ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে আনন্দ। আসলে জয়ের স্বাদকে পুরোপুরি উপভোগ করতে চাইছেন কংগ্রেস কর্মীরা।

দিল্লিতে কংগ্রেস পার্টি অফিসের বাইরে লেখা হয়েছে কর্ণাটক বিজয়। সেখানে পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ও প্রিয়াঙ্কা গান্ধীর ছবি রয়েছে। এদিকে দিল্লিতে কংগ্রেসের পার্টি অফিসের বাইরে দেখা যায় এক কংগ্রেস কর্মী বীর হনুমান সেজে উল্লাসে মেতেছেন। কংগ্রেস নেতারা পার্টি অফিসের বাইরে মিষ্টি বিলি করছেন।

এদিকে এদিন ভোট গণনার আগে সিমলাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যায় মন্দিরে পুজো দিতে। কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, বিজেপির জন্য একটা বার্তা গেল এবার কর্ণাটকের ভোটে। মানুষ বলতে চাইছেন মানুষের সমস্যায় পাশে থাকুন। ভারতকে বিভাজন করবেন না।

এদিকে ভোট গণনার প্রথম দিকে দেখা গিয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু যত সময় এগিয়েছে ততই এগিয়ে গিয়েছে কংগ্রেস। ততই উল্লাস বেড়েছে কংগ্রেস শিবিরে। ভোটের ফলাফল যত বেরিয়েছে ততই হতাশ হয়েছে গেরুয়া শিবির। তবে শেষ পর্যন্ত এই ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

উল্লেখ্য দক্ষিণ ভারতে একমাত্র কর্ণাটকেই ক্ষমতায় আছে বিজেপি। এবার সেখানেও পদ্ম শিবির হারায়, দক্ষিণ ভারত বিজেপি মুক্ত হওয়ার পথে। কর্ণাটকের জয়কে ক মাস আগে সেখানে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তোলা রাহুল গান্ধীর ম্যাজিককে দিচ্ছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশেরনন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

ত্রিপুরায় নোটার চেয়েও কম ভোট পেল তৃণমূল কংগ্রেসত্রিপুরায় নোটার চেয়েও কম ভোট পেল তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় ত্রিমুখী লড়াই হলেও অস্তিত্বহীন হয়ে গেল তৃণমূল, ত্রিপুরায় নোটার চেয়েও কম ভোট পেল তৃণমূল কংগ্রেস। মোট ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮টিতে প্রার্থী দিয়ে ত্রিপুরায় লড়তে নেমেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Breaking: অনুব্রতকে নিয়ে আজই দিল্লি রওনা হচ্ছে ইডি!Breaking: অনুব্রতকে নিয়ে আজই দিল্লি রওনা হচ্ছে ইডি!

কোনও শারীরিক সমস্যা নেই। গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র কার্যত মিলে গেল জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে। ঘণ্টা দুয়েক ধরে