ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি


এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়েদেন যে ব্যারাকপুর থেকেই ভোটে লড়বেন তিনি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং।

সূত্রের খবর৷ গতকালই অর্জুনকে বোঝাতে ফোন করেছিলেন ফিরহাদ হাকিম৷ যদিও তাতে মন গলেনি অর্জুনের৷ বরং এ দিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বললেন, ‘এবার ব্যারাকপুরে পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং৷’

তবে তিনি যে শিবির বদল করছেন তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন। তার গলায় আজ নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে। অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মমতা অভিষেকের ছবি। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী হবেন? তা অব্শ্য খোলসা করলেন না অর্জুন সিং। আর সেখানেই উঠেছে প্রশ্ন, তবে কি ফের পদ্মপথে অভিমানী অর্জুন? নাকি লড়বেন নির্দল হয়েই নিজস্ব প্রতীকে? জিইয়ে রাখলেন জল্পনা।

যদিও অর্জুনের হুংকারের প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন আমার লড়াই অর্জুনের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে। অর্জুন পরিণত রাজনীতিবিদ আমার মনে হয় না ও বারবার দলবদল করা ভুলটা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

বাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলাবাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা

বাংলার মুকুটে নয়া পালক। দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ উন্নয়ন নিগম। ‘রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়’, টুইট করলেন মুখ্যমন্ত্রী। দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা

আজ ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভোগান্তিআজ ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভোগান্তি

আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৮ টার কিছু পই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কালনায়। ইতিপূর্বে

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।