ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া গ্রামের বাসিন্দা। সে এক বছর ধরে ঝাড়খন্ড রাজ্যে ভাঙরীর ফেরিওয়ালার কাজ করতো মাঝে মধ্যে বাড়ি আসতো। গত এক মাস আগে বাড়ি আসে। গ্রামের প্রতিবেশী তথা সহকর্মীদের থেকে পরিবার জানতে পেরেছেন, গত ২৮ শে ডিসেম্বর দুপুর ১২ টা নাগাদ ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার চাইবাসা মুফসি থানার পানচড়া গ্রামের জঙ্গলে খতবিক্ষত দেহ উদ্ধার চাইবাসা মুফসি থানার পুলিশ।গ্রামে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শেষবারের মত প্রিয় ছেলেটার মুখটা দেখার অপেক্ষায় পরিবার। বাবা আব্দুল বারি তিনি অসুস্থ। জানা যাচ্ছে,পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবন সেখ।বাবনের মর্মান্তিক পরিণতি মেনে নিচে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অন্ধকারে ডুবেছে গোটা পরিবার। প্রশাসন দেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। আজ শুক্রবার রাত্রি নাগাদ বাবনের কফিন বন্দি মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঝাড়খন্ড রাজ্যের পুলিশ।বাবনের কাকা আলিম সেখ তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন ।এক প্রতিবেশী বলছেন, অনেক দিন ধরেই ওঁ বাইরে কাজ করতেন। বাড়িতে তো আর কেউ সেভাবে রোজগার করার নেই। পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। কীভাবে সংসার চলবে, সেটাই ব্যাপার। প্রশাসন যদি পাশে দাঁড়ায়, তাহলে ওঁদের খুব উপকার হয়।যদিও এলাকার বাসিন্দারা দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার বহু যুবকই রুজির তাগিদে ভিন রাজ্য সহ দেশের বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখান থেকে কেউ ফিরে আসেন আবার কেউ ফিরতে পারেন না। ঘরের ছেলেকে হারিয়ে গ্রামের মানুষের দাবি, সরকার যেন নিজের রাজ্যেই শিল্প স্থাপন করেন। যাতে আর কাউকে বাইরে গিয়ে এইভাবে প্রাণ দিতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

Agniveer: অগ্নিবীরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! কি জেনে নিন একনজরেAgniveer: অগ্নিবীরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! কি জেনে নিন একনজরে

অগ্নিবীরের (Agniveer) জন্য বড় ঘোষণা করল মোদি সরকার। অগ্নিবীররা বিএসএফ নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন। শুধু তাই নয়, বিএসএফে নিয়োগের সময় তাদের বয়সের ছাড়ও দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ-এ

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে