আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ


গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ । মৃতের নাম অঙ্কিত বাগাই ৷ জানা গিয়েছে, চার্চিল লেকে দেহটিকে ভাসতে দেখা যায় ৷ এরপরই আধিকারিকদের ডাকা হয় দেহটিকে উদ্ধারের জন্য ।

গত ৯ এপ্রিল সকাল সাড়ে দশটা নাগাদ শেষবারের মতো দেখা গিয়েছিল অঙ্কিতকে। তারপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। দীর্ঘ সময় ধরে অঙ্কিতের কোনও খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, ভার্জিনিয়া বা ওয়াশিংটনে চলে গিয়েছেন অঙ্কিত।

আরো পড়ুন- কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

মেরিল্যান্ডের বাসিন্দা অঙ্কিতের খোঁজে নানা জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। শেষবার একটি শপিং মলে দেখা গিয়েছিল তাঁকে। সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়। যেদিন অঙ্কিতের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়, সেদিনই লেক চার্চিল নামে একটি জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। যদিও তল্লাশি শুরু হওয়ার পর থেকে আচমকাই উধাও হয়ে যায় দেহটি, এমনটাই জানিয়েছেন অঙ্কিতের ভাই গোবিন্দ।

জলাশয়ের মৃতদেহটিই অঙ্কিতের, সেই বিষয়টি খতিয়ে দেখতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় পুলিশ। অন্তত তিন-চার ঘণ্টা ধরে নানা যন্ত্রপাতির সাহায্যে দেহটি খুঁজে বের করার চেষ্টা হয়। কিন্তু সেই সময়ে দেহটির নাগাল পায়নি পুলিশ। অবশেষে গত মঙ্গলবার ফের অঙ্কিতের দেহ ওই লেকেই ভেসে ওঠে বলে জানা যায়। সেই দেহ উদ্ধার করে তুলে দেওয়া হয় অঙ্কিতের পরিবারের হাতে। যদিও মৃত্যুর কারণ এখনও অজানা। অবশ্য স্থানীয় পুলিশের মতে, এই মৃত্যুর নেপথ্যে কোনও রহস্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জেমহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ

ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬

ইউক্রেনে ‘মিসাইল-বৃষ্টি’ করল রাশিয়া। বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, কৃষ্ণ সাগরের তীরবর্তী উপকূলীয় শহর ওডেসা ও দেশের দ্বিতীয় বড় শহর খারকিভ সহ মোট

যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়

আশঙ্কা ছিলই। অবশেষে যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেন? মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা, যেখানে

পাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজপাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানে চরম খাদ্য সংকট, বহু জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। চাল-গমের গাড়ি দেখলে পিছু নিচ্ছে বুভুক্ষু মানুষ। বেশিরভাগ রেশন দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না অনেক জায়গায়।

তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন করে, ভারতবর্ষের বিরোধিতা করছে?তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন করে, ভারতবর্ষের বিরোধিতা করছে?

বলা হয় বলিউডের থেকে বেশী সিনেমা বা ছবি বিশ্বের কোনও সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়না। বিশ্বের প্রায় সবদেশেই কোন না কোনও মানুষকে পাওয়া যাবেই যে হিন্দি গানের ভক্ত। রাজ কাপুর, অমিতাভ