এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?


হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে। একটি ট্রেন চলবে হাওড়া থেকে পাটনা রুটে, অন্যটি চলবে হাওড়া এবং বারাণসীর মধ্যে।

কবে আসছে ট্রেন দুটি : এখনো অবধি যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে, আগামি এপ্রিল মাস থেকে বন্দেভারত ছুটবে এই রুটে। আগামী সময়ে মোট ৩টি বন্দে ভারত চলবে বিহারের ওপর দিয়ে। এর মধ্যে দুটি চলবে হাওড়া থেকে আর একটি পাটনা এবং রাঁচির মধ্যে।

ট্রেন দুটি শুরু হলে পাটনা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ যেমন বাড়বে, তেমনই মানুষের যাত্রার সময় আরো কমবে। বর্তমানে সাধারণ এক্সপ্রেস ট্রেন ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগায় দুই স্থানের মধ্যে যোগাযোগ করতে। রাজধানী এক্সপ্রেস ৭ ঘণ্টা সময় নেয়। বন্দে ভারত আসার পর এই সময় অনেকটাই কমে যাবে সেটা আশা করা যায়।

আরো পড়ুন- ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

উল্লেখ্য, বর্তমানে একটি বন্দে ভারত চলে বাংলার ওপর দিয়ে। ভোর ৫:৫৫তে হাওড়া থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওয়ানা হয় সেটি। এরপর দুপুর ১:২৫ এ দার্জিলিং পৌঁছায় ট্রেনটি। দুপুর ৩.০৫ এ দার্জিলিং থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ফিরতি ট্রেনটি।

বন্দে ভারত এই রুটে আসার পর যাত্রী পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যাত্রার সময়ে অবশ্য খুব একটা পরিবর্তন আসেনি। কিন্তু রেল ট্র্যাক পরিবর্তনের কাজ সম্পূর্ন হলে সেখানেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রসঙ্গত ওপরের দুটি ট্রেন ছাড়া হাওড়া থেকে রাঁচির রুটে আরো একখানা ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধদিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরাদোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো