রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের


রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।

পুলিস জানিয়েছে, এদিন একটি কারখানার বাইরে খাবার বণ্টন করা হচ্ছিল। সেখানে হাজির হয়েছিলেন বহু মানুষ। হঠাৎই খাবার নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। করাচি পুলিসের এক আধিকারিক মুগিস হাসমি বলেন, অনেকেই সে সময় পিছলে পাশের নর্দমায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির জেরে নর্দমার কাছে একটি প্রাচীরও ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের।

হাসমি বলেন, কারখানার মালিক খাবার বণ্টন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে তা তিনি আগে থেকে পুলিসকে জানাননি। পাকিস্তানের সিন্ধ প্রদেশেই বাড়ি বিদেশমন্ত্রী বিলাবল ভুট্ট জারদারির। সিন্ধ প্রদেশের রাজধানী করাচি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করে পাকিস্তানের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে প্রশাসন। কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। এই নিয়ে আদালতে জমা পড়েছিলে একাধিক পিটিশন। বৃহস্পতিবার অবশেষে ব্রিটিশ আমলের এই আইনটিকে বাতিল করল লাহোর হাইকোর্ট। এদিন রাষ্ট্রদ্রোহ আইনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দেন বিচারপতি শহিদ করিম।

এবিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, দেশের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বাকস্বাধীনতার স্পষ্ট উল্লেখ রয়েছে। তাই এই আইন সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিরোধীদের মুখ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট আইনের যথেচ্ছ ব্যবহার করছে ক্ষমতাসীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডনফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

নয়াদিল্লিঃ ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ডনের ভাগ্নে আলি শাহের। সেপ্টেম্বরে ভারতে মোস্ট ওয়ান্ডেড আন্ডারওয়ার্ল্ড ডনের ভাগ্নেকে জেরা করে NIA। সর্বভারতীয় সংবাদ মাধ্যমন

জাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ারজাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ার

গত কয়েক বছর ধরে হলিউড (Hollywood) থেকে শুরু করে বলিউডে (Bollywood) রোবট (Robot) নিয়ে অনেক সিনেমায় তৈরি হয়েছে। যেখানে রোবটগুলিকে মানুষের রক্ষা কর্তা হিসাবে দেখানো হয়েছে। রজনীকান্ত অভিনীত রোবট ছবিটিও

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবেনিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকাতে। আমেরিকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি অজান্তেই নিজের ভাইকে বিবাহ করেছেন। এবং যখন তিনি বিষয়টি

পাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজপাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানে চরম খাদ্য সংকট, বহু জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। চাল-গমের গাড়ি দেখলে পিছু নিচ্ছে বুভুক্ষু মানুষ। বেশিরভাগ রেশন দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না অনেক জায়গায়।