সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের


সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত (India) আর পাকিস্তানের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। অবশেষে সেই চুক্তি নিয়ে এবার কড়া অবস্থান ভারতের। সেই বিষয়ে ভারত পাকিস্তানকে (Pakistan) একটি নোটিশ (Notice) জারি করল।

পাকিস্তানে গৃহযুদ্ধ বাঁধল বলে। অর্থনৈতিক অবস্থা রীতিমত ভেঙে পড়েছে। একটা গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দশ হাজার টাকা। বাজারে সামান্য পিয়াঁজ, আলু, রুটি কিনতে গিয়ে কপাল চাপড়াচ্ছেন সাধারণ মানুষ। যে টাকায় একসময় পাঁচ কেজি জিনিস পাওয়া যেত সেই টাকায় এক কেজিও পাওয়া যাচ্ছে না। দেশটির এখন ঋণের ভারে বিধ্বস্ত। যার কারণে জনজীবন ওলটপালট হয়ে গেছে। এমত পরিস্থিতিতে ইসলামাবাদের উপর এক্সট্রা চাপ বাড়ল।

দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর 1960 সালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে মধ্যস্থতায় পৌঁছয় দুই দেশ । এই চুক্তির স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক । যা বেশ কয়েকটি দেশের জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করেছিল।

যদিও সম্প্রতি পাকিস্তান অভিযোগ করে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে । 2016 সালে ওই অভিযোগ আনে পড়শি দেশ । প্রাথমিক ভাবে একটি নিরপেক্ষ দেশের পর্যবেক্ষণের দাবি তুলেছিল ইসলামাবাদ । যদিও তারপর আন্তর্জাতিক সালিশি আদালতে যায় তারা । এবার এই নিয়েই কুটনৈতিক চাল নয়াদিল্লির ।

আরো পড়ুন- গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় টাকা রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পারস্পরিক সম্মত উপায়ে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল । যদিও পাকিস্তান 2017 থেকে 2022 সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের পাঁচটি বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল । একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একতরফাভাবে সালিশি আদালতের দ্বারস্থ হয়ে সিন্ধু জলবন্টন চুক্তির নবম ধারা অগ্রাহ্য করেছে পাকিস্তান । যা নিয়েই পড়শি দেশের জবাব তলব করা হয়েছে । আগামী 90 দিনের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে ।

কুটনীতিবিদদের মতে, ইসলামাবাদ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে অস্বীকার করার পর বিশ্ব ব্যাংক একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং আদালতের সালিশি আদালতের চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়ার প্রায় 10 মাস পরে ভারতের এই পদক্ষেপ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবেনিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকাতে। আমেরিকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি অজান্তেই নিজের ভাইকে বিবাহ করেছেন। এবং যখন তিনি বিষয়টি

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বলখেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও অব্যাহত ‘পাঠান’ ঝড়। বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের এই ছবি। এমনকি, প্রতিবেশী দেশেও ‘পাঠান’

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহুপাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর