পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু


পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর পেশোয়ারে। বিস্ফোরণের সময় মসজিদে ব্যাপক ভিড় ছিল।

দুপুরের প্রার্থনার জন্য মসজিদে জড় হয়েছিলেন প্রার্থনাকারীরা। আর, সেই সুযোগ নিয়েছে হামলাকারী। তারা সংখ্যায় এক না-একাধিক ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। আহত প্রার্থনাকারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরো পড়ুন- অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভাবছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

তদন্তকারীদের একাংশের আবার দাবি, হামলাকারীদের লক্ষ্য মসজিদ ছিল না। ছিল, পুলিশের কার্যালয়। পেশোয়ার পুলিশের প্রধান ইজাজ খান সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ‘প্রদেশ পুলিশের সদর কার্যালয়ের চত্বরে এই মসজিদ। এই কার্যালয়েই রয়েছে সন্ত্রাসদমন শাখার মূল কেন্দ্র। সেই কারণে হামলা চালানো হয়েছে।’

সম্প্রতি, পাক তালিবান জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে পাকিস্তানের পুলিশ ও সামরিক বাহিনী। সেই বদলা নিতে পাক তালিবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে। এই মসজিদে যাতায়াতকারী অনেকেই পেশোয়ারের পুলিশ ও সন্ত্রাসদমন বিভাগে কর্মরত। তাই, পেশোয়ার পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তের পর মসজিদের মধ্যে বিস্ফোরকের সন্ধান মিলেছে। বিস্ফোরণের জেরে মসজিদের একটি দেওয়ালও ধসে পড়েছে। সেকথা মাথায় রেখেই আত্মঘাতী বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে, পাকিস্তান পুলিশ পাক তালিবানকে এই হামলায় জড়িত থাকার ঘটনায় সন্দেহ করলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।

অন্যতম তদন্তকারী আধিকারিক সিকান্দার খান জানিয়েছেন, বিস্ফোরণের সময় মসজিদের মধ্যে অন্তত ২৬০ জন ছিল। তিনি বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মসজিদের একটি দেওয়াল ধসে পড়ে। আর, দেওয়াল ধসেও বহু লোক আহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজহিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ। আরো পড়ুন- এসএসসি

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবেনিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকাতে। আমেরিকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি অজান্তেই নিজের ভাইকে বিবাহ করেছেন। এবং যখন তিনি বিষয়টি