প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম! - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!


প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার এই বির্তকে জল ঢালার চেষ্টা করলেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় তিনি উলটে রাজ্যের শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ রবিবার নিশীথ দাবি করেন, যেহেতু আবাস যোজনার দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে তাই ইচ্ছাকৃতভাবে (ম্যানিপুলেট) তাঁর বাবার নাম ওই তালিকায় যোগ করে দিয়েছে রাজ্যের শাসকদল।

আরো পড়ুন- বর্ধমানে ‘পাঠান’ সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না, সিনেমা বন্ধের হুমকি হিন্দুত্ববাদী সংগঠনের

ঠিক কী দাবি করেছিল তৃণমূল?

এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিশীথ প্রামাণিক এলাকার দাপুটে নেতা-মন্ত্রী। আর সেই জন্য তাঁর বাবার নাম তালিকায় রাখা হয়েছে।” যদিও গোটা বিষয়টি নজরে আসতেই সমীক্ষা চলাকালীন নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দিয়েছে ব্লক প্রশাসনের কর্তারা, এমনটাই দাবি করা হচ্ছিল। গোটা বিষয়টি নিয়ে BJP নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে। এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে সেই সময় মুখ খুললেন নিশীথ নিজেই।

ঠিক কী বলেছেন নিশীথ প্রামাণিক?

আবাস যোজনা নিয়ে এই ঘটনায় তিনি ‘ষড়যন্ত্র’ দেখছেন। BJP-কে অপমান করতে তালিকায় প্রভাব খাটিয়ে তাঁর বাবার নাম ঢোকানো হয় বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে জেলা শাসককে মেল করে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর বাবা। এই প্রসঙ্গে দিনহাটা -১ ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বলেন,”বিষয়টি নজরে আসার পরেই তালিকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দেওয়ার পদক্ষেপ করা হয়েছে।”

উল্লেখ্য, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভেটাগুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের খালিজা বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা নিশীথ প্রমাণিক। দীর্ঘদিন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন নিশীথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

বাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলাবাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা

বাংলার মুকুটে নয়া পালক। দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ উন্নয়ন নিগম। ‘রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়’, টুইট করলেন মুখ্যমন্ত্রী। দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা