'সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে', বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ - Ei Bangla
Ei Bangla Uncategorized ‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ

‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দেভারত চেপে হতাশ জয়জিৎ


ছেলেকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে হাজির জয়জিৎ। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসছে অরিজিৎ সিং-এর কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গে হাজির হয়েছেন বাংলা টেলিভিশনের এই পরিচিত মুখ। পাশাপাশি বন্দে ভারতে চড়ার শখ পূরণও ছিল তাঁর লক্ষ্য, কিন্তু বন্দে ভারত চড়ে খানিক হতাশ হয়েছেন অভিনেতা।

এদিন সকালে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবং বন্দে ভারতের ভিতরে বসে ছেলের সঙ্গে দুটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বাপ ব্যাটার হাওয়া বদল। হ্যাঁ শুধুমাত্র বাপ ব্যাটার।’ তবে তাঁদের ‘হাওয়া-বদল’-এর পরিকল্পনা ফেসবুকে জাহির করেননি। সেই ধোঁয়াশা অবশ্য জিইয়ে রাখেননি তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেতা ফাঁস করেন ছুটির পরিকল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট দেখবেন জয়জিৎ এবং তাঁর পুত্র যশোজিৎ। রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’-তে লিড রোলে অভিনয় করেছিলেন জয়জিৎ পুত্র, তাই দর্শকমহলে যথেষ্ট পরিচিত সে।

অরিজিতের অন্ধ ভক্ত যশোজিৎ, তবে ফেব্রুয়ারি মাসে কলকাতা কনসার্টে তাঁর যাওয়া হয়নি বোর্ডের পরীক্ষার জন্য। এখন আইসিএসসি শেষ, তাই আবদার করে বাবার সঙ্গে প্রিয় গায়কের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে হাজির সে। ছেলের ইচ্ছেপূরণ করতে পেরে খুশি জয়জিৎ। গতবার পরীক্ষার জন্য শত আবদার সত্ত্বেও অরিজিতের কনসার্টে নিয়ে যাননি যশোজিৎকে, এবার আর ছাড়ে পেলেন না। পাশাপাশি অভিনেতা বলেন,’বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। এক ঢিলে দুই পাখি। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে।’

তবে উত্তরবঙ্গ পৌঁছে শুধু অরিজিতের কনসার্ট দেখে ফেরা যায়? একদম নয়। ছেলেকে নিয়ে দু-দিন দার্জিলিং ঘুরে আসবেন অভিনেতা। পাহাড়, ম্যাল আর গ্লেনারিজে একান্তে সময় কাটাবেন বাপ-বেটা। এই সফরে সঙ্গী হননি জয়জিৎ ঘরণী শ্রেয়া। ছেলের সঙ্গে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটাতে মুখিয়ে রয়েছেন জয়জিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শাস্ত্রমতে মকর সংক্রান্তির মাহাত্ম্য কী? কী বলে জ্যোতিষ শাস্ত্রশাস্ত্রমতে মকর সংক্রান্তির মাহাত্ম্য কী? কী বলে জ্যোতিষ শাস্ত্র

পৃথিবীর সাপেক্ষে সূর্য প্রত্যেক রাশিতে এক মাস (৩০ দিন) অবস্থান করে। প্রত্যেক ৩০ ডিগ্রি অন্তর রাশি পরিবর্তনকালকে বিভিন্ন সংক্রান্তি হিসাবে চিহ্নিত করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে রাশিচক্রে ১২টি রাশির অবস্থান।

সরস্বতী পুজোর দিন বই ছোঁয়া মানা, তাহলে পুজোর দিন কেন হয় হাতেখড়ি? শাস্ত্র মতে এর ব্যাখ্যা কিসরস্বতী পুজোর দিন বই ছোঁয়া মানা, তাহলে পুজোর দিন কেন হয় হাতেখড়ি? শাস্ত্র মতে এর ব্যাখ্যা কি

তাঁকে তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ হয়েছিলেন দস্যু রত্নাকর। তাঁর বাৎসল্যেই মহাকবি হয়েছিলেন মূর্খ কালিদাস। এহেন দয়া যাঁর শরীরে তিনি আর যাই করুন কারও ক্ষতি যে করবেন না একথা বলার অপেক্ষা

পৃথিবীর সবথেকে ধনী মন্দির তিরুপতি ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরপৃথিবীর সবথেকে ধনী মন্দির তিরুপতি ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির

তিরুপতি: হায়দ্রাবাদ থেকে ৫২৫ কিলোমিটার দূরে হিন্দুতীর্থ তিরুপতির অবস্থান অন্ধ্রপ্রদেশের দক্ষিণপ্রান্তে। পূর্বঘাট পর্বতমালার সাতপাহাড়ের পাদদেশে তিরুপতি শহর। প্রচলিত লোককথা, এই সাতপাহাড় বিষ্ণুর শয্যা শেষনাগের সাতটি ফণা। মন্দিরশহর তিরুমালার অবস্থান একটি

Breaking: অবশেষে কেন্দ্রের ডাকে সারা দিল এই ৫ টি দলBreaking: অবশেষে কেন্দ্রের ডাকে সারা দিল এই ৫ টি দল

আগামী ২৮ মে দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। তবে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ্বান না জানানোয় বিতর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৯ টি বিরোধী দল অনুষ্ঠান বয়কট করেছে।