বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি


বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ করেছে সিপিএম। কিছু দিন আগে হারিট পঞ্চায়েতে বিজেপির কর্মীদের হাতে দেখা গিয়েছিল লাল ঝান্ডা।

বুধবার আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা পঞ্চায়েতে মিছিল করে স্মারকলিপি জমা দিতে যান বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা হাতে নিয়ে হাঁটছেন কেউ কেউ। এক বৃদ্ধের কথায়, ‘‘৩৫ বছর হল সিপিএম করি। কিচ্ছু পাইনি। তাই বিজেপির মিছিলে এসেছি।’’ কিন্তু হাতে কেন সিপিএমের পতাকা? উত্তর না দিয়ে মিছিলে হাঁটতে শুরু করেন তিনি।

আরো পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

সুশান্ত নায়েক নামে এক প্রৌঢ়ের যুক্তিও তেমনই। বিজেপির মিছিলে সিপিএম পতাকা ঘাড়ে নিয়ে সুশান্ত বলেন, ‘‘সিপিএমে আছি। তবে বিজেপির সঙ্গে জড়িত হয়েছি। আমরা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছি না। তাই বিজেপির মিছিলে এলাম। আসতে বাধ্য হয়েছি।’’

এর আগে হারিটে সিপিএম পতাকা নিয়ে বিজেপি মিছিল প্রসঙ্গে সিপিএমের অভিযোগ ছিল, ‘‘এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।’’ সিপিএম নেতারা দাবি করেন, রাস্তা থেকে লাল ঝান্ডা নিয়ে বিজেপি মিছিল করেছে। সেখানে তাঁদের কোনও কর্মী ছিলেন না। বুধবারের মিছিলের ছবি নিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘৩৪ বছর সরকারে থেকেও অনেক সিপিএম কর্মী বঞ্চিত ছিলেন। তাঁরা কিছুই পাননি। তাই এখন বিজেপির সঙ্গে থাকতে চাইছেন। তাঁরা দেখছেন বিজেপিই গরিব মানুষের অধিকারের জন্য লড়াই করছে।’’

প্রসঙ্গত, স্থানীয় সিপিএম কর্মী শতদ্রু দাস বিজেপির মিছিলে হেঁটে যাওয়া কয়েক জনের হাত থেকে লাল ঝান্ডা কেড়ে নেন। তিনি বলেন, ‘‘বিজেপির সঙ্গে সিপিএমের কোনও সম্পর্ক নেই। আর দলের কোনও সিদ্ধান্ত হয়নি। এ ভাবে আমাদের দলের ঝান্ডা নিয়ে বিজেপির সঙ্গে মিছিল করার প্রয়োজন নেই।’’ এ নিয়ে হুগলির সিপিআইএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘চূড়ান্ত নোংরামোর রাজনীতি করছে বিজেপি। এগুলো মানুষ ধরে ফেলেছে।’’ যদিও বিজেপি সেই অভিযোগ মানতে নারাজ। তরজা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রোEast West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো

পরিকল্পনা ছিলই। এপ্রিলেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হচ্ছে ট্রায়াল রান। দুটি রেক আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে। মেট্রো সূত্রে খবর তেমনই। আরো পড়ুন-

খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকাখণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা

বর্ধমানঃ টোল ট্যাক্স আদায়ের কাউন্টারে দুষ্কৃতী হামলা। টোলের কর্মীদের ব্যাপক মারধর করে আড়াই লক্ষাধিক টাকা লুট করে টোল ট্যাক্স আদায়ের দুটি অফিসে আগুন ধরিয়ে দিল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রীনিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত