বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?


ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে জাকির বিস্তর ‘মুন্সিয়ানা’-র সঙ্গেই কাজ করতেন। সেই জাকিরই পরে মন্ত্রীও হয়েছিলেন। গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । বিরোধীরা বলেন, খুব কম সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছে রাজের প্রাক্তন মন্ত্রী। সেই জাকির এখন বিপাকে। বুধবার তাঁর বাড়িতে আয়কর দফতরের তরফে অভিযান চালানো হয়। হিসাব বর্হিভূত কোটি কোটি টাকা তাঁর বাড়ি, অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

আরো পড়ুন- মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।

এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন’টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে ‘মসিহা’ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।