বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?


ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে জাকির বিস্তর ‘মুন্সিয়ানা’-র সঙ্গেই কাজ করতেন। সেই জাকিরই পরে মন্ত্রীও হয়েছিলেন। গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । বিরোধীরা বলেন, খুব কম সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছে রাজের প্রাক্তন মন্ত্রী। সেই জাকির এখন বিপাকে। বুধবার তাঁর বাড়িতে আয়কর দফতরের তরফে অভিযান চালানো হয়। হিসাব বর্হিভূত কোটি কোটি টাকা তাঁর বাড়ি, অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

আরো পড়ুন- মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।

এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন’টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে ‘মসিহা’ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা

নবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশননবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশন

আদর্শ আচরণ বিধি লাগু হলেও যেহেতু নবজোয়ার রাজনৈতিক কর্মসূচি তাই চলবে। আজ কল্যাণীতেই শেষ অধিবেশন। জনসংযোগ যাত্রা কাকদ্বীপে শেষ হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। উত্তর ও

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা