শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ


আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই সিস্টেমটি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে কোনও আপডেট দেয়নি হাওয়া অফিস।

চারদিন আগে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমারের আরাকান অঞ্চলের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। বিগত তিন-চাদিন ধরে সেটি সেখানেই অবস্থান করছিল। আজ সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। জানা গিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে শক্তি বৃদ্ধি করতে পারছিল না এই সিস্টেমটি। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের শক্তি বাড়বে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন- ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

হাওয়া অফিস জানিয়েছে, আজ মায়ানমার উপকূল লাগোয়া পূর্বমধ্য বঙ্গোপসাগর, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ তামিলনাড়ু ও পশ্চিম শ্রীলঙ্কা লাগোয়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে প্রায় ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইবে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের এই সিস্টেমের জেরে ঝোড়ো হাওয়া জারি থাকবে।

এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে বর্ষার আগমনের আগেই ভিজছে উত্তরপূর্ব ভারত। এই নিম্নচাপের জেরে উত্তরপূর্ব ভারতে বিগত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। মৌসম ভবনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১০ জুন অসম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর আগে অসম, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টি দেখা গিয়েছে এর জেরে। এদিকে উপকূলীয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে।

অপরদিকে আরব সাগরের ঘূর্ণিঝড় এবং মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনের মধ্যে বর্ষার আগমন ঘটবে। তবে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কবে ঢুকবে, তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না হাওয়া অফিস। ফলে শনিবার পর্যন্ত তাপপ্রবার জারি থাকবে দক্ষিণের একাধিক জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্যদিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য

দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি,

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদেরডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের