একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায় - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়


আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত করার জন্য মোটর সাইকেল ব্যবহার করে। মোটর সাইকেল খুবই ছোট। এই মোটর সাইকেল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা খুবই সহজ। মোটর সাইকেল গুলো খুবই ছোট হয়।

আরো পড়ুন- ‘আমার স্ত্রী এক টাকও নেয়নি’, PPI কিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের জবাব হিমন্ত বিশ্বশর্মার

আমাদের দেশে সব মোটরসাইকেল ২ জন নিয়ে যাতায়াত করতে পারে আবার কোনো কোনোটা ৩ জন। কিন্তু এর বেশি নয়।মানুষ অফিস সহজে যায়ার জন্য সাধারণত মোটর সাইকেল ব্যবহার করে থাকে।মোটর সাইকেল আবার কেউ শখ করে ব্যবহার করে। মোটর সাইকেল দেখতে খুবই ছোট এবং এটির ধারন ক্ষমতা খুবই কম।এটি সাধারণত দুই চাকার হয়ে থাকে।

কিছুদিন আগে নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখা যায় একটি মোটর সাইকেল এর মধ্যে করে ৮ জন লোক নিয়ে যাতায়াত করে। এটি নিসন্দেহে একটি মজার বিষয় আসুন আমারা এই ভাইরাল হওয়া ভিডিও এর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

এই মোটর সাইকেলটি আফ্রিকা এর কোনো একটি দেশের হবে। মোটর সাইকেলটি অনেক বড় সাধারণ আমাদের দেশের মোটরসাইকেল থেকে। এটিতে প্রথম ৪ জন ব্যাক্তি উঠে তারপর আসতে আসতে আরো চারজন উঠে। মোটর সাইকেলটিতে ৮ জন উঠার পরও সাইকেলটির চালক দারুন কায়দায় অনায়াসে চালাচ্ছে যেন মনে হচ্ছে তার পিছনে আর কেউ নেই। মোটর সাইকেলটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সমাগম করেছে।

সব মানুষ অবাক কিভাবে এই একটি মোটর সাইকেল আট জন লোক নিয়ে চালানো সম্ভব। এছাড়া মোটর সাইকেল এর চালাক ছিলো খুবই দক্ষ যার কারনে এই ভাবে চালাতে পেড়েছে।

মোটরসাইকেল এর চালকটি প্রথমে ধীরে ধীরে সাইকেলটি চালায় তার পর পুরো নিয়ন্ত্রণে আাসার পর সে মোটরসাইকেটি গতি বৃদ্ধি করে। আমার দেখা মতে এই রখম মজার ফানি ভিডিও খুবই কম দেখেছি। এই ব্যাক্তিটি ভিডিও করে এই আমাদের মাঝে তুলে ধরার জন্য আমরা থাকে ধন্যবাদ দিয়ছি আপনিও চাইলে কমেন্ট এর মাধ্যমে ব্যাক্তিটাকে ধন্যবাদ দিতে পারেন। আমি ভিডিওটা দেখার পর অনেক মজা পেয়েছি আমার মনে হয় আপনিও ভিডিওটা দেখলে মজা পাবেন নিচে ভিডিওটির লিংক দেওয়া হলোঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজপাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানে চরম খাদ্য সংকট, বহু জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। চাল-গমের গাড়ি দেখলে পিছু নিচ্ছে বুভুক্ষু মানুষ। বেশিরভাগ রেশন দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না অনেক জায়গায়।

চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবেচিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে

কোভিড নিয়ে চিনের উদ্বেগ আরও বাড়বে। এমনটাই মনে করছে ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জেমহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ