মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক - Ei Bangla
Ei Bangla ভারত মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক


প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা করে রাস্তা দিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। পাশের ব্যারিকেডের ওপারে বহু অনুরাগী-সমর্থকের ভিড়। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন মোদী। ঠিক তখনই ঢুকে পড়েন ওই যুবক।

আরো পড়ুন- তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি

ভিডিয়োয় দেখা যায়, যুবক মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পাচঁস্তরীয় সুরক্ষাবলয় থাকে। যেখানে সবচেয়ে বাইরের যে স্তর, অর্থাৎ সুরক্ষার পাঁচ নম্বর স্তরের দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এর আগে, পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের জানুয়ারিতে জাতীয় শহিদ মেমোরিয়ালের ৩০ কিলোমিটার আগে একটি উড়ালপুলে দেখা গিয়েছিল, রাস্তা আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সেই উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। যা প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বড়োসড়ো গলদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

Ashneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধেAshneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধে

ফিনটেক ইউনিকর্নের অভিযোগের ভিত্তিতে ভারতপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আশনীর গ্রোভার (Ashneer Grover) ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অর্থনৈতিক অপরাধ শাখা। দোষী সাব্যস্ত হলে গ্রোভার ও তার পরিবারের সদস্যদের

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী