হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি - Ei Bangla
Ei Bangla ভারত হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি

হিন্ডেনবার্গ রিপোর্টের জের! বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ২৫-এর বাইরে গৌতম আদানি


২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক মাসেই আদানি গোষ্ঠীর হাত থেকে অনেক ডিল বাতিল হয়েছে। আদানি গ্রুপের শেয়ার দর ক্রমাগত কমতে শুরু করেছে। এবার আরও একটি বড় ধাক্কার মুখে গৌতম আদানি। বিলিয়নেয়ারদের তালিকায় আদানির নাম এবার প্রথম ২৫-এর তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে একটি বড় চুক্তিও বাতিল হয়েছে আদানি গ্রুপের।

আমেরিকায় অবস্থিত হিন্ডেনবার্গ গ্রুপ আদানি সম্পর্কে আনা তার প্রতিবেদনে একাধিক বিষয় আদানি সংস্থার উপর অভিয়োগ তুলে ধরে। তারপর থেকেই আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ারে পতন দেখা যায়। কয়ক দিনের মধ্যেই কয়ক বিলিয়ন মার্কিন ডলার হারান গৌতম আদানি।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। একের পর এক গ্রুপের সব কোম্পানির শেয়ার দ্রুত পতন হতে থাকে। গৌতম আদানি, যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, তিনি এখন ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে ২৯ তম স্থানে নেমে এসেছেন। গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ৪২.৭ বিলিয়ন ডলারে।

সম্প্রতি একের পর এক চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। এবার ওরিয়েন্ট সিমেন্টের সঙ্গেও চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। রিপোর্ট অনুযায়ী, সিকে বিড়লা গ্রুপের কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট আদানি পাওয়ার মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে। দুই কোম্পানির মধ্যে এই চুক্তির জন্য আলোচনা ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়।

আদানি গ্রুপকে নিয়ে সংক্রান্ত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই বিষয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও সরকার তা অস্বীকার করেছে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। সরকার বলেছে যে জেপিসি কেবল সেই মামলাগুলি তদন্ত করতে পারে যা সরকারের সঙ্গে সম্পর্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতাবিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা

বিজেপির (BJP) বিকাশ রথ যাত্রায় এক মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল প্রকাশ্যেই নিজের কুর্তা খুলে বোতলের জল দিয়ে হাত-মুখ ধুতে হল তাঁকে। এমনই এক