জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা


সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen) দখল করে রেখেছেন বলে কর্তৃপক্ষের তরফে একাধিকবার দাবি করা হয়েছিল। সম্প্রতি এই মর্মে নোবেলজয়ীকে চিঠিও পাঠানো হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে। এদিন অমর্ত্য সেনের বাড়ির জমি সংক্রান্ত যাবতীয় নথি সঙ্গে নিয়ে যান মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তা তুলে দেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কারও কোনও কথা শুনতে চাই না, সেই কারণে জমির সব নথি সঙ্গে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে সরকার সার্ভে করেছে এবং আমি জমির রেকর্ড নিয়ে এসেছি। একটা মানুষকে প্রতিদিন অপমান করবে। এরপর সরকারের তরফে আমরা আর কী কী করব, তা আজকে বলছি না। আইনত আমরা কী করতে পারি তা ফিরে যাওয়ার পর আমরা যা করার করব। অনেকদিন ধরে এই সব সহ্য করছি, সেই কারণেই আমি এখানে এসেছি। ওনাকে কদিন ধরে খুব অসম্মান করা হয়েছে।’

বেশ কয়েকদিন ধরে বিশ্বভারতীয় কর্তৃপক্ষের তরফে অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘জমি দখল’-র অভিযোগ তোলা হচ্ছে। এমনকী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেছিলেন অমর্ত্য সেন প্রকৃত ‘নোবেলজয়ী’ নন। এই নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। সেই বিতর্কের মাঝেই নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে রাজ্য সরকারই জমি প্রদান করেছিল। জেলাশাসককে যাবতীয় প্রশাসনিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অমর্ত্য সেনের সঙ্গে আলাপচারিতার মাঝে তাঁর উদ্দেশে মমতা বলেন, ‘আপনাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলার মানুষ তা মোটেই ভালোভাবে নিচ্ছেন না। আপনি এই নিয়ে কখনও মানসিকভাবে কষ্ট পাবেন না। কোনওরকমভাবেই এটা নিয়ে ভাববেন না। আপনার মতো মন ওঁদের কখনও হবে না। কেউ এই ধরনের কথা বলতে পারে? উনি কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার উপযুক্ত? গৈরিকীকরণের উদ্দেশেই এই কাজ করা হচ্ছে।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরকে এটা দেখার অনুরোধ করব। এইভাবে যা খুশি তাই করা যায় না। বিজেপিকে করলে সাত খুন মাফ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ। সমালোচনা করার অধিকার সকলের আছে। আমারও অনেকে সমালোচনা করেন। এরা অনেক বড় বড় কথা বলে গিয়েছিল, আজ আমি একটা বড় ছক্কা মেরে গেলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্যদিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য

দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি,

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতাMamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

এইবাংলা ডেক্সঃ শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী