মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক


মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।

৪ দিনে দুবার চলল গুলি

৪ দিনে দু-বার। মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার ডোমকলে (Domkal) গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক। সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে।

আরো পড়ুন- সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্তের এক আত্মীয় বলেছেন, ‘আমার মামা হয়, মামাকে গুলি লেগেছে, অন্য জনকে মারতে গিয়ে ওর লেগেছে।’ আক্রান্তের মা বলেছেন, ‘কোনও শত্রু নেই। কেন মারল কে জানে’।

একের পর এক ঘটনা

মঙ্গলবার, মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে