ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর - Ei Bangla
Ei Bangla ভারত,রাজনীতি ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর


ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি সে রাজ্যে নির্বাচন। রাজ্যবাসী ভোটাধিকার প্রয়োগ করে ঠিক করবেন ত্রিপুরার মসনদে এবার বসবে কোন রাজনৈতিক দল। শেষবেলায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলই। স্বাভাবিকভাবেই পিছিয়ে নেই তৃণমূলও। জানা গিয়েছে, ত্রিপুরায় ২৮ কেন্দ্রে প্রার্থী দেবে বাংলার শাসক দল। নির্বাচনী প্রচারে দু’ দিনের সফরে ত্রিপুরা গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক।

গতকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে জোরকদমে ভোট প্রচার শুরু করেছেন তাঁরা। আজ, মঙ্গলবার দুপুরে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে পাঁচ কিলোমিটার পদযাত্রা করেন মমতা-অভিষেক। এদিন দুপুর ১২টা নাগাদ রবীন্দ্র ভবন থেকে শুরু হয় রোড শো। জনজোয়ার দেখা যায় এই পদযাত্রায়। কাতারে কাতারে মানুষ তাঁদের সঙ্গে পা মেলান। এরপর পাঁচ কিমি রাস্তা অতিক্রম করে ফের রবীন্দ্র ভবনেই এসে শেষ হয় এই পদযাত্রা। তারপর সেখানেই নির্বাচনী বক্তব্য রাখেন মমতা এবং অভিষেক। মঞ্চে ছিলেন ভূমিকন্যা তথা তৃণমূল সংসদ সদস্য সুস্মিতা দেবও।
এদিন মঞ্চে প্রথমে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূলই। ত্রিপুরা শান্তি চাইলে সিপিএম-বিজেপি নয় তৃণমূলই একমাত্র বিকল্প। তৃণমূল শুধু ভাষণ দেয় না, যা বলে তাই করে দেখায়। বাংলায় যা প্রতিশ্রুতি দিয়েছি তা যথাযথভাবে পালন করেছি। সুযোগ পেলে ত্রিপুরাতেও করব। অভিষেক আরও বলেন, ত্রিপুরা আর ডবল ইঞ্জিন সরকার চায় না। চায় বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার। এবার ত্রিপুরায় দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার হবে। ২৫ বছর ত্রিপুরা সিপিএমের অপশাসন দেখেছে। বাংলা এবং ত্রিপুরা দুটি রাজ্যকেই কার্যত ধ্বংসাবশেষ করে দিয়েছে বামেরা। সিপিএমের সেই হার্মাদরাই আজ বিজেপির জল্লাদ বলেও দাবি করেন তিনি। অন্যদিকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাটি কামড়ে ত্রিপুরায় পড়ে থাকুন। পরিবর্তনের সরকার প্রতিষ্টা করতেই হবে।

আরো পড়ুন- লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ

এরপর মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আপনাদের এবং আমার ভাষা এক। বাংলা, ত্রিপুরার সংষ্কৃতির কোনও পার্থক্য নেই। ত্রিপুরাটা আমার পুরোটাই আবার ঘোরা। রাজনীতি করার সুবাদে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি। কাজেই ত্রিপুরা একেবারেই আমার কাছে কোনও নতুন জায়গা নয়। নতুন প্রজন্মকে এগিয়ে দিতে অভিষেককেই দায়িত্ব দিয়েছিলাম যাতে তাঁরা ত্রিপুরাকে অত্যাচারমুক্ত করতে পারে। বলেন, এই রাজ্যে অভিষেক, সুস্মিতা দেবের উপর হামলা হয়েছে। বুলেটপ্রুফ গাড়ি না হলে সেদিন অভিষেক বেঁচে ফিরতেই পারত না। নাম না করেই ওই ঘটনার জন্য গেরুয়া শিবিরকেই নিশানা করেন তিনি। বলেন, গতকাল আমি মাতাবাড়ির মন্দিরে গিয়েছিলাম। এখনও একই রকম অবস্থা। গত কয়েক বছরে কোনও উন্নয়নে হয়নি। আমাদের দক্ষিণেশ্বর, কালীঘাট, তারকেশ্বরে গিয়ে দেখুন। কত কাজ হয়েছে সেখানে। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, কোভিড আবহে যেখানে দেশজুড়ে বেকারত্বের হার বেড়েছে সেখানে আমাদের রাজে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। জানান, যদি এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসে সেক্ষেত্রে এখানেও বাংলার মতো উন্নয়নের জোয়ার বইবে। হবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পও। বাংলায় যে উন্নয়ন হয়েছে তার অনেকটা ভাগ ত্রিপুরাবাসীও পাবে। বাংলার থেকে ত্রিপুরার দূরত্বও বেশি নয়। বাংলা আর ত্রিপুরা দুই ভাই-বোন। সুযোগ পেলে এখানে হাসপাতাল, মেডিক্যাল কলেজ, ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি করা হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, সংবিধান, ইতিহাস ভুলিয়ে দিয়েছে ওরা। দেখা যাক, ২০২৪-এ কী হয়। তৃণমূলই ডবল ইঞ্জিন সরকারকে হটাবে। একসময়ে আমাদেরও শেষ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মনে রাখবেন, ঘাসকে কখনও শেষ করা যায় না। এখন আমরা বড় বৃক্ষ হয়ে গিয়েছি। এখন আর আমাদের শেষ করা যাবে না। বক্তব্য শেষে মমতা বলেন, নির্বাচনের পর ফের ত্রিপুরাতে আসব। ডবল ইঞ্জিন হয় নাকি সিঙ্গল ইঞ্জিন হয় সেটা দেখব। আমরা ত্রিপুরাকে ছাড়ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

আজ দেশবাসীর উদ্দেশ্যে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তিনি বলেন, ’২৮ মে, ২০২৩ ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার ৭৫ বছরে নতুন উপহার নতুন

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহেরচিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের

৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয়

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে