মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের


মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক এমনটাই ঘটেছে মালদার একটি গ্রামে। আর তাই দেখে চোখ কপালে উঠেছে স্থানীয় গ্রামবাসীদের।

ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় একটি নীলগাই দেখতেপান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় নীলগাইটিকে। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। তবে কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। স্থানীয়দের আক্ষেপ সোমবার দুপুর থেকে বনদপ্তর বা পুলিশকে খবর দিলেও কেউ এসে উদ্ধার করেনি নীলগাইটিকে। তাদের আরো আক্ষেপ কেউ হয়তো ওই নীলগাইটিকে ধরে ফেলতে পারে। তারা জানিয়েছেন পুলিশ ও বনদপ্তর ওই নীল গাইটিকে উদ্ধার করে তার থাকার প্রকৃত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিক ।

এদিন সন্ধ্যা পর্যন্ত নীল গাইটিকে দেখা যায় আমজামতলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই, দুরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন নীলগাইটিকে দেখতে। অনেকে মোবাইল ক্যামেরায় ছবিও তোলেন। সন্ধ্যা নামলে নজরের আড়াল হয়ে যায় নীলগাইটি।
তবে ওই বন্য প্রাণীটি কোথা থেকে ওই স্থানে এলো তা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীরভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা।

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্তফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত। এখানকার চেয়ারম্যান পদে এতদিন ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু একাধিক ব্যস্ততার কথা জানিয়ে সেই দায়িত্ব

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ