পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা


বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও একশো দিনের কাজের টাকা, কখনও আবাস যোজনার টাকা আটকে রেখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে হারের বদলা নিতে চাইছে কেন্দ্রের শাসক দল। এই অভিযোগ একাধিক জনসভা থেকে বারবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে আরও একটি খাতে রাজ্যের প্রাপ্য বরাদ্দ আটকে রেখেছিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সম্পূর্ন ভাবে নিজস্ব খরচে ৩০০০ কোটি টাকায় ১২, হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করার সংকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সামান্য সড়ক যোজনা প্রকল্পের নামে বাংলা যোগ করায় টাকা আটকে দিয়েছিল কেন্দ্র। এই আবর্তে নিজস্ব তহবিলের তৈরি রাস্তার প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই উদ্যোগ নিয়ে মেগা প্রচার চায় নবান্ন। কীভাবে রাজ্যজুড়ে সেই প্রচার চলবে, তা নিয়ে সাত দফা নির্দেশিকা জারি করল নবান্ন। যার মধ্যে বলা হয়েছে, রাস্তা নির্মাণ স্থলে তথ্যসহ বোর্ড দেওয়া হবে। বড়-ছোট ব্যানার ও ফ্লেক্স দিতে হবে ব্লকে, পঞ্চায়েত ভবন ও সাব-ডিভিসন অফিসে। নির্দিষ্ট এলাকা ধরে ধরে রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে মাইকিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে বিলি করতে হবে লিফলেট। প্রচারের জন্য ব্যবহার করতে হবে রঙিন ট্যাবলো। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও প্রচার চালাবে রাজ্য সরকার। প্রত্যেক জেলার নির্দিষ্ট বিডিও, ডিএম, গ্রাম পঞ্চায়েতের অফিসে বসানো হবে ডিসপ্লে বোর্ড। তাতে রাস্তা নির্মাণের সমস্ত তথ্য থাকতে হবে বলে নির্দেশ নবান্নের। এরই সঙ্গে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। সমস্ত রাস্তার শিলান্যাস একই দিনে হবে বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন ঠিক না হলেও, ২৮ বা ২৯ মার্চ এই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি