দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ


মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের স্ট্যান্ড এলাকায়। রীতিমতো তৃণমূলেরই একাংশ নেতাকর্মীরা ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেত্রী প্রতিভা সিংহকে।

যদিও এদিন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ দিদির দূত হিসাবে ওই গ্রামে গিয়েছিলেন। কিন্তু গ্রামের একাধিক সমস্যার প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেত্রীর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ নেতাকর্মীরা। এবং তাদের সঙ্গে সামিল হন কয়েকশো গ্রামবাসী। আর এই বিক্ষোভের জেরে চরম অসস্তিতে পড়ে যান জেলা তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ । তিনি বর্তমানে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ পদে রয়েছেন।

এদিকেই বিক্ষেভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রায় এক ঘন্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
এদিকে স্থানীয় তৃণমূল নেতা নাসিমুল ইসলাম সহ আরো বেশ কিছু দলীয় নেতাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ হয় নি। রাস্তার বেহাল অবস্থা তো রয়েছেই। তাছাড়াও সংশ্লিষ্ট এলাকার একটি কবরস্থানের জন্য হাইমাস টাওয়ারের ব্যবস্থা করা হলেও, সেটি এই কবরস্থানে বসানো হয় নি। সেটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ নিজের খেয়াল খুশি মতো এই এলাকার অঞ্চল কমিটি গঠন করেছেন। যাদেরকে মানুষ পছন্দ করছে না, তাদেরকে কমিটিতে বড় বড় পদ দেওয়া হয়েছে।

এদিন বিক্ষোভকারী তৃণমূলের, একাংশ নেতাকর্মীদের অভিযোগ, ইংরেজবাজার ব্লকের সভানেত্রী প্রতিভা সিংহকে এব্যাপারে এদিন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি গ্রামে দিদির দূত কর্মসূচিও করতে দেন নি ক্ষিপ্ত বাসিন্দারা। বাধ্য হয়ে ওই তৃণমূল নেত্রীকে ফিরে যেতে হয়েছে।

যদি এপ্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, এলাকায় রাস্তা বেহাল রয়েছে এ কথা ঠিক। যা নিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু যে এলাকার রাস্তা নিয়ে এদিন অসন্তোষ দেখানো হয়েছে। সেই এলাকার রাস্তার টেন্ডার অনেকদিন আগেই হয়ে গেছে। খুব শীঘ্রই এলাকার রাস্তা তৈরির কাজ হবে। আর যেসব অন্যান্য অভিযোগ তোলা হচ্ছে তার কোন ভিত্তি নেই । দলের কোন নেতা কর্মীরা ছিলেন না। যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরাBREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

নিউজ ডেক্সঃ বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)