অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED


তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মারফত্‍ দফায় দফায় অ্যাকাউন্টে টাকা ফেলতেন অনুব্রত মণ্ডল । শেষ ছয় কোটি টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছিল । এই ছয় কোটি টাকার উত্‍সেরও খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

বাবা গ্রেফতার হওয়ার আট মাসের মাথায় গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্য়া মণ্ডল । আর এরপরই একের পর এক প্রশ্ন উঠে আসছে ইডি আধিকারিকদের সামনে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট দেখভাল করতেন যে ব্যক্তি তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা । তাঁকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ইডি’র তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2016 থেকে 2020 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে মোট কুড়ি কোটি কোটি টাকা জমা পড়েছিল। এছাড়াও এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই কর্মী মাঝেমধ্যে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে টাকা নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজও করেছেন।

ইডির তদন্তকারীদের দাবি, শেষবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই আধিকারিক অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে মোট 6 কোটি টাকা জমা দিয়েছিলেন । যার মধ্যে তিন কোটি টাকা তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একটি এফডি করা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । বাকি তিন কোটি টাকা কোথায় গেল সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত ধোঁয়াশাতেই রয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন, 26টি সম্পত্তি রয়েছে শুধুমাত্র অনুব্রত কন্যা সুকন্যার নামে। তদন্তকারীদের অনুমান, মূলত গরুপাচারের যে কোটি কোটি কালো টাকা এসেছিল, তা বিশেষভাবে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথমে । এরপর সেই টাকা বিভিন্ন নকল সংস্থায় খাটিয়ে সাদা টাকায় পরিণত করত অনুব্রত মণ্ডল । আর এই কাজে তাঁকে সাহায্য করতেন বিভিন্ন ব্যাংক কর্মচারীরা।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বছর ঘুরতে না-ঘুরতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রত সংক্রান্ত মামলায় এখনও পর্যন্ত কোটি কোটি টাকার কোনও হিসাব পাওয়া যায়নি। এমনকী অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতারের পরও একাধিক প্রশ্নের উত্তর অমিমাংসীতই থেকে গিয়েছে। তবে এই বিষয়ে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে বোলপুর-সহ বিভিন্ন জায়গার ব্যাংক আধিকারিকদের সঙ্গে গরুপাচারের টাকার হাত বদলের একটা যোগসূত্র রয়েছে। আর সেই উত্তরই খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়

মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দমপুকুরের ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিড ডে মিলের

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদেরডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল