প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারের - Ei Bangla
Ei Bangla ভারত প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারের

প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধির টাকা নেই সরকারের


বাড়ছে না পিএফের আওতায় থাকা প্রবীণ নাগরিকদের পেনশন। বছরের পর বছর ধরে উঠতে থাকা এই দাবিতে কর্ণপাতই করছে না কেন্দ্র। যুক্তি একটাই—টাকা নেই। সম্প্রতি মোদি সরকারের অর্থমন্ত্রক সংসদেই সাফ জানিয়ে দিয়েছে, পেনশন বাড়াতে পারব না। আর এখানেই উঠছে প্রশ্ন। কারণ, পিএফ দপ্তরের হাতে থাকা পেনশন তহবিলের অঙ্কটা শুধুই বিপুল নয়, প্রতি বছর তা লাফিয়ে বাড়ছে। তাই টাকা না থাকার যুক্তিটা পেনশনভোগীদেরও বোধগম্য হচ্ছে না। পাশাপাশি প্রশ্ন উঠছে, টাকা না থাকার মতো যুক্তিকে ঢাল করে যদি পেনশন না বাড়ে, তাহলে মোদি জমানায় এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চারটি কমিটি তৈরির প্রহসনের দরকার ছিল কি? কারণ, উল্লিখিত সবক’টি কমিটিই পেনশন বৃদ্ধির সুপারিশ জানিয়েছিল।

আরো পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

দেশে প্রায় ৭০ লক্ষ পেনশনভোগী আছেন, যাঁরা পিএফ থেকে পেনশন পান। মোদি সরকারেরে দাবি, তাঁদের আমলে ন্যূনতম পেনশন এক হাজার টাকা করা হয়েছে। অথচ অভিযোগ, নানা অজুহাতে সেই টাকা কয়েক লক্ষ পেনশনভোগীকে দেওয়া হয় না। সম্প্রতি সাংসদ মুজিবুল্লা খান সংসদে অর্থমন্ত্রকের কাছে জানতে চান, পিএফের পেনশন কেন বাড়ানো হচ্ছে না? তার উত্তরে জানানো হয়, সরকারের প্রচুর খরচ। করোনার কারণে মারাত্মক আর্থিক বোঝা এবং কেন্দ্রীয় রাজকোষের ভাঁড়ে মা ভবানী দশার জন্য পেনশন বাড়ানো সম্ভব নয়।

পরিস্থিতি কি সত্যিই তাই? তথ্য জানার অধিকার আইনে মোদি সরকারেরই উত্তর, ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফওর হাতে থাকা পেনশন ফান্ডে মোট ৫ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা জমা ছিল। সেই টাকা বাজারে খাটিয়ে তারা প্রতি মাসে ২৯ হাজার কোটিরও বেশি আয় করেছে। ফলে এক বছরের মাথায় তহবিল বেড়ে হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার কোটি টাকারও বেশি। তহবিল যত বাড়ছে, তা বাজারে খাটিয়ে মাসিক আয়ের পরিমাণও ততধিক বৃদ্ধি পাচ্ছে। তারপরও ‘টাকা না থাকা’র যুক্তিতেই অবশ্য অনড় কেন্দ্র। ইপিএস-৯৫ স্কিমের আওতায় যাঁরা আছেন, তাঁদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘কেন্দ্রের টাকা না থাকার যুক্তি আদৌ গ্রহণযোগ্য নয়। তার কারণ, ইপিএফওয়ের কাছে যে তহবিল আছে, তাতে পেনশন সহজেই বাড়ানো যায়। তার জন্য অর্থমন্ত্রকের মাথাব্যথার কারণ নেই। আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সরকার নিজেই জানিয়েছে, শুধু তহবিল বাজারে খাটিয়ে যে আয় হয়, তার সামান্য অংশই পেনশন দিতে খরচ হয়। তাহলে পেনশন বাড়াতে অসুবিধা কোথায়? একজন কর্মী কর্মজীবনে যে টাকা প্রতি মাসে পেনশন ফান্ডে জমা করেন, তাতে তাঁর অধিকার নেই? পেনশনভোগী মারা গেলে, অর্ধেক পেনশন দেওয়া হয় স্ত্রীকে। তিনি মারা গেলে পেনশন ফান্ডের পুরো টাকাটাই সরকারের। কারণ সেই টাকা ফেরত দেওয়া হয় না। এরপরও সরকারের ন্যূনতম পেনশন না বাড়ানোর যুক্তি হাস্যকর। সম্প্রতি উচ্চসীমার পেনশন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাকেও মানতে চাইছে না কেন্দ্র। হকের টাকা না দেওয়ার জন্য অবাস্তব যুক্তি সামনে আনা হচ্ছে। আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালেঅসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারেগোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে